‘না ভোট’ চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে : তোফায়েল আহমেদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৪, ৬:২২:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ বলেছেন, আমরা ‘না ভোট’ চালুর প্রস্তুতি নিচ্ছি। কারণ একক প্রার্থী থাকলেও আগামীতে বিনা ভোটে জয়ী হওয়ার সুযোগ থাকবে না। অন্য কোনও প্রার্থী না থাকলে এক্ষেত্রে ‘না ভোট’ প্রার্থীর ভূমিকায় থাকবে।
গতকাল বৃহস্পতিবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠার শক্তিশালী ও গতিশীলকরণ সংস্কার ভাবনা ২০২৪’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশকে সমৃদ্ধ করছে। কিন্তু তারাই ভোট দিতে পারে না।
তাই প্রবাসীদের কীভাবে ভোটের আওতায় আনা যায় এ নিয়ে আমরা কাজ করছি। সেই সঙ্গে অনেক বৃদ্ধ, প্রতিবন্ধী, ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তরা, সাংবাদিকসহ অনেকে ভোট দিতে পারেন না। তাদেরকেও কীভাবে ভোটের আওতায় আনা যায় তা নিয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, আমরা সামনে পোস্টাল ভোটকে কার্যকর করার উদ্যোগ নিয়েছি। যারা পোস্টাল ভোট দেবেন তারা আগে আবেদন করবেন।
অনলাইনের পাশাপাশি উপজেলা নির্বাচন কার্যালয় থেকেও পোস্টাল ভোটের আবেদনের ব্যবস্থা থাকবে। বাংলাদেশে আইনিভাবে পোস্টাল ভোট চালু আছে, কিন্তু কার্যকারিতা নেই। আমরা এই ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করছি।
বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল প্রমুখ।