লিডিং ইউনিভার্সিটিতে টেক স্টোর্ম ৫’র উদ্বোধন
দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৬:১০:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব কর্তৃক আয়োজিত টেক স্টোর্ম ৫ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হয়েছে।
টেক স্টোর্ম ৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে অনন্য ব্যক্তিত্ব, উপমহাদেশের অন্যতম দানবীর ড. রাগীব আলী বলেন, এই জাতীয় প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ায় এবং লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনে।
তিনি বলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অর্জন আমাদের জন্য গর্বের বিষয়। এ ধরনের প্রোগ্রাম থেকে অর্জিত দক্ষতা চাকরি প্রাপ্তিতে সহায়ক হবে উল্লেখ করেন তিনি। সময়োপযোগী শিক্ষার উপর গুরুত্ব দিতে তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে এবং আরও উন্নত পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি করতে ভবিষ্যতে সবাই সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি।
আগামী মাস থেকে লিডিং ইউনিভার্সিটির পরিবহন পুলে আরও চারটি বাস যুক্ত হবে বলে ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই।
দু’দিনব্যাপী অনুষ্ঠিত লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের এবারের আয়োজনে থাকছে -প্রযুক্তির জগতে ধারণাগুলো অন্বেষণের মাধ্যমে নিজের সৃজনশীলতা দেখানোর সুযোগ।
যার মধ্যে রয়েছে হ্যাকাথন, IUJPC, UI/UX, গ্রাফিক্স, গেমিং, কনটেস্ট (PUBG Mobile, FIFA 24) এবং আরও কিছু আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন। টেক স্টোর্ম ৫ এ সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের প্রায়ই ১০০টি টিম অংশগ্রহণ করছে।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবের উপদেষ্টা কাজী মো. জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার বিভাগের অগ্রগতি এবং কৃতিত্ব নিয়ে প্রাণবন্ত বক্তব্যে আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম.এস. রহমান পীর বলেন, গত শনিবার অনুষ্ঠিত আইসিপিসি প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটির টিম সিলেটের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং সাস্টের পরের স্থান অর্জন করেছে।
তিনি জানান, বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৭তম এবং ৩০৯টি টিমের মধ্যে লিডিং ইউনিভার্সিটি টিম ৯২তম স্থান অর্জন করার সফলতা লাভ করেছে। এই অর্জনে সম্পৃক্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, গত বছরে নতুন দুটি এ.সি.এল. ল্যাবসহ এ বছর সিএসই বিভাগে যুক্ত হয়েছে এ.সি.এল. ল্যাব ৪। তাছাড়া, নেটওয়ার্কিং ল্যাবসহ অন্যান্য ল্যাবও রয়েছে এ বিভাগে।
আমরা এ ধরনের প্রতিযোগিতায় ভালো করছি এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পাচ্ছি এবং সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিক্ষার্থীদের সুবিধার্থে এ.সি.এল. ওয়ার্কশপ স্থাপন করার প্রস্তাব করেন তিনি।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আসিফুর রহমান দিপুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, দৈনিক সিলেটের ডাক এর অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাব সভাপতি সিদ্ধার্থ দে তুষার। টেক স্টোর্ম আয়োজনে পৃষ্ঠপোষকতায় রয়েছে হাই ফাই কম্পিউটার, স্টাডি গাইডার, এপিফাইল্যাফ, ইনফিনিটি ফ্লেম, পিএস পার্টার গেইমিং স্টেশন এবং মিডিয়া পার্টনার সিনেমেট।
সমাপনী বক্তব্যে লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব উপদেষ্টা সিএসই বিভাগের সহকারি অধ্যাপক কাজী জাহিদ হাসানের স্বরচিত আবৃত্তি করা কবিতাটি হচ্ছে-
‘রাগীব তুমি অকুতোভয় বীর
দুঃখী মানুষের সাথী
রাগীব তুমি পথ প্রদর্শক
জ্বালাও আলোর বাতি।
রাগীব তুমি কালের সাক্ষী
ত্রিকালদর্শী মানব
রাগীব তুমি সাহসী পুরুষ
ঘায়েল কর দানব’।