শেভরনের অনুদানে
৫৭টি কৃত্রিম অঙ্গ সংযোজন করবে জালালাবাদ রোটারি হাসপাতাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৩:০৫:১০ অপরাহ্ন
![<span style='color:#000;font-size:18px;'>শেভরনের অনুদানে</span><br/> ৫৭টি কৃত্রিম অঙ্গ সংযোজন করবে জালালাবাদ রোটারি হাসপাতাল <span style='color:#000;font-size:18px;'>শেভরনের অনুদানে</span><br/> ৫৭টি কৃত্রিম অঙ্গ সংযোজন করবে জালালাবাদ রোটারি হাসপাতাল](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2024/12/shevron-768x441.jpg)
স্টাফ রিপোর্টার: ৫৭টি কৃত্রিম অঙ্গ সংযোজনের জন্য জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালকে (জালালাবাদ রোটারি হাসপাতাল) অনুদান দিয়েছে শেভরন বাংলাদেশ। গতকাল বুধবার সন্ধ্যায় শেভরনের জালালাবাদ গ্যাস প্ল্যান্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজেরই অংশ। তারা সমাজের জন্য বোঝা নয়। তাদের পুনর্বাসনের উদ্যোগ একটি মহতি কাজ। এ জন্য তারা শেভরনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তৃতাকালে শেভরন বাংলাদেশ-এর জালালাবাদ গ্যাস প্ল্যান্টের সুপারিনটেনড্যান্ট রিচার্ড বারনেট বলেন, প্রতিবন্ধীরা সমাজের অনগ্রসর অংশ। প্রতিবন্ধীদের কল্যাণে শেভরন খুবই আন্তরিক। শেভরনের সোস্যাল ইনভেস্টম্যান্ট খাতের সুবিধা পাচ্ছে অনেক বাংলাদেশী। জালালাবাদ প্রতিবন্ধী হাসপাতালকে অনুদান দিতে পেরে আমরা আনন্দিত।
শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স খন্দকার তুষারুজ্জামানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান, জালালাবাদ গ্যাসের সাবেক এমডি প্রকৌশলী শোয়েব মতিন বলেন, ১৯৯৬ সালে এ হাসপাতালটি যাত্রা শুরু করে। ৪০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ৬০ জনের মতো লোক ফিজিওথেরাপী গ্রহণ করে। শেভরনের এ অনুদানে ৫৭ জন লোকের কৃত্রিম অঙ্গ সংযোজন করা হবে বলে জানান তিনি। হাসপাতালটি ‘নো লস নো প্রফিট’-এই নীতিমালার আলোকে পরিচালিত হয় বলে জানান তিনি।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- সুইস কন্টাক্টের স্মাইল প্রজেক্টের টিম লিডার মো: মকবুল হোসেন, রোটারিয়ান জামিল আহমদ আহমদ, রোটারির পিডিজি অধ্যক্ষ আতাউর রহমান পীর ও শহীদ আহমদ চৌধুরী, জালালাবাদ রোটারি ক্লাবের সভাপতি আরশাদ আলী, পাস্ট প্রেসিডেন্ট হানিফ মোহাম্মদ, আইপিপি মনজুর আল বাসেত, ক্লাব সার্ভিস ডাইরেক্টর আখতার আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি ও সাবেক শেভরন কর্মকর্তা বদরুদ্দোজা বদরসহ শেভরনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, শেভরনে আর্থিক সহযোগিতায় এক প্রকল্প বাস্তবায়ন করবে সুইস কন্টাক্টের স্মাইল প্রজেক্ট। এ প্রকল্পে সবমিলিয়ে শেভরন ২০ লাখ টাকা অর্থায়ন করবে।