সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই-র সভাপতি সাকিব, সম্পাদক মুস্তাফিজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৩:১৩ অপরাহ্ন
শাবিপ্রবি (সিলেট) : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এআইসিএইচই) এর ‘সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার’ এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি ২০২৪ ঘোষণা করা হয়েছে। এই কমিটি সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং সহযোগিতার মাধ্যমে সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নতুন কমিটিতে পদাধিকার বলে সিইপি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. তামেজ উদ্দীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আকতার এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের এডভাইসর হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটির সভাপতি হিসেবে ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী আহমেদ সাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান (সামি) মনোনীত হয়েছেন
কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন সহ-সভাপতি আজহার উদ্দিন শিহাব, কোষাধ্যক্ষ সুমাইয়া তাবাসসুম মৌরিন। এছাড়া, আউটরিচ ডিরেক্টর মোহাম্মদ মুহিউস সুন্নাহ (নাদেল), সহকারী আউটরিচ ডিরেক্টর সামসুন নূর চৌধুরী সায়েম, এবং মো. কামরুল হাসান ফাহিম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর কাজী রোহান, সহকারী ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর আনন্দ ময় দত্ত, ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর নুশরাত জাহান উর্মি, সহকারী ডিজাইনিং অ্যান্ড টেকনিক্যাল ডিরেক্টর খায়রুল ইসলাম তুহেল, কম্পিটিশন ডিরেক্টর অর্পিতা খানম অর্ফি, সহকারী কম্পিটিশন ডিরেক্টর মোঃ মেহেদী হাসান এবং অনুদীপ দাস সৃজন নতুন দায়িত্বে মনোনীত হয়েছেন।
এই কমিটি সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টারকে ২০২৪ সালে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তাধারা এবং উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ ও প্ল্যাটফর্ম তৈরি করবে।
এআইসিএইচই (এমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংগঠন যা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেশায় অসামান্য অবদান রেখে চলেছে। এটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য একটি গ্লোবাল প্ল্যাটফর্ম সরবরাহ করে, যা তাদের পেশাদারি দক্ষতা, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টে সাহায্য করে। এর সদস্যপদ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পলিমার সায়েন্স শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী, কারণ এটি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অনেক সুযোগ এবং প্ল্যাটফর্ম তৈরি করে।
শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পলিমার সায়েন্স বিভাগ ২০২১ সালে এআইসিএইচই-এর সদস্যপদ লাভ করেছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন। এই সদস্যপদ আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও পেশাদারি সুযোগে প্রবেশের সুযোগ দিয়েছে।