রাগীব-রাবেয়া মেধাবৃত্তি-২০২৪ প্রদান অনুষ্ঠানে সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান
মেধাবৃত্তি শিক্ষার্থীদের আত্মশক্তি জাগিয়ে তুলে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ২:৩৯:৩২ অপরাহ্ন
শিক্ষার আলো ছড়াতে এ মেধাবৃত্তি চলমান থাকবে ॥ দানবীর ড. রাগীব আলী
স্টাফ রিপোর্টার : রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের উদ্যোগে রাগীব-রাবেয়া মেধাবৃত্তি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় সিলেটের ৭২টি কলেজ এবং মাদরাসার প্রায় ১০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় কৃতী ১০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা, সার্টিফিকেট এবং পুরস্কার প্রদান করা হয়।
বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমদ।
এর পূর্বে সকালে সম্মানিত অতিথি লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই মেধাবৃত্তি পরীক্ষাকেন্দ্র পরদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমদ এ বৃত্তির প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় প্রাপ্তি, এর মাধ্যমে আত্মবিশ^াস বাড়ে এবং দক্ষতা ও জ্ঞানের পরিধি বিস্তৃত হয়। এ মেধাবৃত্তি আয়োজনে দানবীর ড. রাগীব আলীর পৃষ্ঠপোষকতাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির পরিবেশ খুবই শিক্ষাবান্ধব। তিনি সিলেটে শিক্ষা উন্নয়নের মেন্টরকে ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
সভাপতির বক্তব্যে দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেন, আজ সবাই বিজয়ী, আর আজকের এই মেধাবৃত্তির পুরস্কার তোমাদেরকে ভবিষ্যৎ ভালো মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। এই মেধাবৃত্তি প্রদান চলমান থাকবে বলেও ঘোষণা দেন তিনি। সিলেটের শিক্ষা উন্নয়নের অগ্রদূত, অসংখ্য স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি সমাজে একজন উপযুক্ত মানুষ হয়ে তোমাদেরকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। লিডিং ইউনিভার্সিটির সুন্দর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে আসার জন্য তিনি অভিভাবকসহ শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরীক্ষার ফলাফলে কৃতী শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ। বিজয়ীদের মধ্যে প্রথম বিজয়ী নগদ দশ হাজার টাকা এবং সনদসহ পুরস্কার গ্রহণ করে সিলেট সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সালমান আল হাদী, দ্বিতীয় ও তৃতীয় এম.সি. কলেজের শিক্ষার্থী মৃত্তিকা ত্রিবেদি এবং প্রাপ্তি বিশ্বাস, চতুর্থ ও পঞ্চম স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আবিবা খান আয়েশী এবং সেজদি আহমেদ, ষষ্ঠ এমসি কলেজের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বিকাশ, সপ্তম সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সানিয়া রহমান চৌধুরী, অষ্টম স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মো. আরিফ আহমেদ, নবম সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী সালমান সাকিব মুগ্ধ এবং দশম হয়েছে শফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী খাদিম নূর।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসিফুর রহমান দিপু এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী সারফুন নাহার ঐশীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাদিয়া মালিক চৌধুরী, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের সভাপতি মো. লোকমান আলী। পুরস্কার বিতরণী পূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী আইডল ইমন, উপমা তালুকদার এবং বাউল শিল্পী কালাম মিয়াসহ অন্য শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হাসান, লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ এবং রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের উপদেষ্টা মাওলানা বুরহান হোসাইনসহ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।