বর্ণিল উৎসবে সিলেটে শুভ বড়দিন পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৪, ২:৪৭:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আনন্দঘন পরিবেশে গতকাল বুধবার সিলেটে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেটের বৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী নগরীর নয়াসড়কে অবস্থিত সিলেট প্রেসবিটারিয়ান চার্চে আয়োজন করা হয়েছিলো বর্ণিল উৎসবের। ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রার্থনার মাধ্যমে পালিত হয়েছে বড়দিনের উৎসব। বড়দিনের উৎসবে যোগ দিয়ে সিলেটের রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাসহ সর্বস্তরের লোকজন বলেছেন, সকল ধর্মের মূলে রয়েছে মানবতা।
এছাড়া, নগরীর অন্যান্য গির্জায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুভ বড়দিন পালিত হয়। এর মধ্যে বড়শালা প্রেসবিটারিয়ান চার্চ, বালুচরস্থ ক্যাথলিক চার্চ, খাদিমনগর ক্যাথলিক চার্চ, ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চ, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, বড়শালা ক্যাথলিক চার্চ, খাদিম প্রেসবিটারিয়ান চার্চ, পীরেরবাজারস্থ এজি চার্চ, কালাগুল চা-বাগানস্থ ক্যাথলিক চার্চে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়।। উৎসবমুখর পরিবেশে পালিত দিবসটিতে গীর্জা সমূহে নিশ্চিত করা হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
গতকাল বুধবার সকাল ১০টায় সিলেট প্রেসবিটারিয়ান চার্চে শুভ বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসব উপাসনায় পাদ্রীগণ বলেন, বড় দিন কল্যাণ, সাম্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। নশ্বর এই পৃথিবীতে আমরা কেউই থাকব না। হিংসা, লোভ-লালসা থেকে ঈশ্বর আমাদের দূরে রেখে সবার মাঝে সুখ শান্তি দান করুন। ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা।
প্রার্থনার পর শুভ বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। উৎসবকে কেন্দ্র করে সিলেট প্রেসবিটারিয়ান চার্চ সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়। প্রেসবিটারিয়ান চার্চের সভাপতি ডিকন নিঝুম সাংমা জানান, কেক কাটা অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুলাউড়া অফিস জানায়, বড়দিন উপলক্ষে কুলাউড়ার খ্রিস্টয়ান অধ্যুষিত এলাকায় গতকাল বুধবার নানা উৎসবের আয়োজন করা হয়। কুলাউড়া উপজেলার পাহাড়ি জনপদ ও চা বাগান এলাকায় খ্রিস্টিয়ানদের প্রায় ৪০টি উপাসনালয়ে (চার্চ) রয়েছে ক্যাথলিক, প্রেসবিটিরিয়ান ও ”ার্চ অব গড ধর্মীয় সম্প্রদায়ের লোকদের বসবাস। পাহাড়ি সম্প্রদায়ের খাসি ও গারো উপজাতিসহ উপজেলার চা বাগান গুলোতে রয়েছে খ্রিষ্টান মতাবলম্বীদের বসবাস। বড়দিন উপলক্ষে উপজেলার লক্ষ্মীপুর মিশনের পরিচালক ফাদার সাগর রোজারিও, মিশন স্কুলের প্রধান শিক্ষক ফাদার সুধীর গোমেজ, ফাদার সুজেফ গোমেজ ও ফাদার পিউস পডোয়ান সবগুলো উপাসনালয়ে পুরোহিত্যের দায়িত্ব পালন করেন।
ফাদার সাগর রোজারিও জানান, সিলেট মিশনের বিশপ শরৎ কান্তি গোমেজ দুই দিন ব্যাপি বিভিন্ন স্থানের নানা অনুষ্ঠান মালা পরিদর্শন করেন। গতমঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে মা মেরির ভাস্কর্যে ফুল দিয়ে উপাসনার মাধ্যমে শুভ সূচনা করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল থেকে পাঠ, মা মেরির ভাস্কর্যে সমবেত শ্রদ্ধাঞ্জলি; উপাসনা, উন্নত মানের খাবার পরিবেশন ও সংগীতানুষ্ঠান। লক্ষ্মীপুর মিশনসহ সবগুলো চার্চকে সুন্দরভাবে সাজানো হয়। এ বছর শহরের দোকানগুলোতে খ্রিস্টিয়ান সম্প্রদায়ের লোকজনের কেনাকাটা অন্যান্য বছরের তুলনায় কম হয়েছে বলে জানা যায়।