সিলেট ডায়াবেটিক সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ২:২২:৫৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট ডায়াবেটিক সমিতির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় নগরীর জিন্দাবাজার পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব। সমিতির সম্মানিত জীবন সদস্য এডভোকেট অরুপ শ্যাম বাপ্পী’র পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের সহকারী স্টোর কীপার এ.এইচ.এম. সালেহ ইব্রাহিম। পবিত্র গীতা থেকে পাঠ করেন আমন্ত্রিত অতিথি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
সভার শুরতে সমিতির সকল প্রয়াত জীবন সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমিতির কার্যকরি কমিটির সদস্য মুজিবুর রহমান শওকত।
সভার শুরুতে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির কার্যকরি কমিটির সম্মানিত সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন।
সিলেট ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের বিগত এক বছরের কর্মকান্ড এবং সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন।
সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নান কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন-২০২৪ উপস্থাপন করেন এবং ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, অডিটর নিয়োগ ও আয়কর রিটার্ন প্রস্তুত করার প্রস্তাব করেন।
সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন, অডিটর নিয়োগ এবং প্রস্তাবিত বাজেট এর উপর মুক্ত আলোচনা শেষে সর্বসম্পতিক্রমে তা’ অনুমোদিত হয়।