ছোট রাজ স্পোর্টিং ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্ট
খেলাধুলার গুরুত্ব অপরিসীম : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২৪, ২:৩৮:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী, গরীব দুঃখী মানুষের বন্ধু দানবীর ড. রাগীব আলী বলেছেন, খেলাধুলা এমন একটি মাধ্যম, যার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা ও বিকাশ সাধিত হয়। দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার আয়োজন ও অংশগ্রহণে সকল পর্যায় থেকে আরো উদ্যোগী হওয়া উচিত।
সিলেটের বিশ্বনাথ উপজেলার তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরের মাঠে আয়োজিত ছোট রাজ স্পোর্টিং ক্লাব ৫ম ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে। তরুণ-যুবকদের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে খেলাধুলা। তাই নতুন প্রজন্মকে ভার্চুয়াল জগৎ থেকে বাস্তব ও সামাজিক পরিবেশে ফিরিয়ে আনতে খেলাধুলার গুরুত্ব আপরিসীম।
শিক্ষা বিস্তারের অগ্রদূত, অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসার প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলী শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা সহশিক্ষা কার্যক্রমের অংশ। বুদ্ধির বিকাশে লেখাপড়ার পাশাপাশি ভূমিকা রাখে খেলাধুলা। খেলাধুলা শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশসহ তাদের শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। তাদের সৃজনশীলতা ও কল্পনা শক্তির উৎকর্য সাধন করে। তিনি খেলাধুলার আয়োজনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম, ডিন প্রফেসর ড. মো: বশির আহমেদ ভূইয়া, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো: লুৎফুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সেকশন অফিসার জসীম আল ফাহিম, খালেদ আহমেদ, এহছান আলী, রুমেল, ইরন মিয়া, মকবুল হোসেন, হাফিজ আশরাফ আলী, হাজী সাজিদ আলী, মো. বাবর ও গ্রামের মুরুব্বিসহ সর্বস্তরের জনসাধারণ।