'মুজিব-জাহান রক্তকেন্দ্রে শিগগিরই প্ল্যাটিলেট মেশিন সংযুক্ত হবে'
নতুন বাস ও এ্যাম্বুলেন্স উপহার পেল সিলেট রেডক্রিসেন্ট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৪, ২:৩৮:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র নতুন একটি এ্যাম্বুলেন্স এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ একটি বাস গাড়ি উপহার পেয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় দপ্তর হতে এ দু’টি যানবাহন উপহার হিসেবে পেয়েছে সিলেট রেডক্রিসেন্ট। এ উপলক্ষে গতকাল শনিবার এক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো: আমিনুল ইসলাম। সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: মো: নুরুল আলম খানের সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্টের যুব প্রবীন চৌধুরী লাবিব ইয়াসিরের পরিচালনায় অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার আমিনুল ইসলাম বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। অল্প দিনের মধ্যেই রেডক্রিসেন্ট একটি বাস ও এ্যাম্বুলেন্স উপহার পেয়েছে। রেডক্রিসেন্ট ব্ল্যাড ব্যাংকে শিগগিরই এক কোটি টাকা মূল্যের একটি প্ল্যাটিলেট মেশিন সংযুক্ত হবে। তিনি বলেন, রেডক্রিসেন্টের উদ্যোগে সারাদেশে ৯টি ব্ল্যাড ব্যাংক পরিচালিত হয়। এর মধ্যে ঢাকার মোহাম্মদপুরের পর সিলেট মুজিব-জাহান রেডক্রিসেন্ট রক্তকেন্দ্রের অবস্থান।
সিলেট রেডক্রিসেন্টের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বলেন, আমরা এই প্রতিষ্ঠানকে সত্যিকারের মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই। আগামীতে সিলেট রেডক্রিসেন্ট নার্সিং কলেজের সাথে হলিক্রসসহ অন্যান্য নার্সিং কলেজের একটি সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করা হবে। তিনি রেডক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারীদের আগত রোগীদের আন্তরিক সেবাদানের পরামর্শ দেন।
অনুষ্ঠানে সিনিয়র কনসালটেন্ট ডা: উম্মে খায়ের খাদিজাতুল হুমাউরাসহ হাসপাতাল, রক্ত কেন্দ্র, নার্সিং কলেজ, পিপিপি প্রজেক্ট ও রেজিলিয়েন্স প্রজেক্টের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা পূর্বে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য এ্যাম্বুলেন্স এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের বাসের চাবি হস্তান্তর ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম।