শাবিপ্রবিতে আন্তর্জাতিক প্রশিক্ষণের উদ্বোধন
গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৫, ৫:২৭:৫৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে “সমুদ্রগত তথ্যের পরিসংখ্যানগত বিশ্লেষণ’র উপর ৫ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।
গতকাল রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আই আই সিটি ভবনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। নাইজেরিয়ান ইনস্টিটিউট ফর ওশানোগ্রাফি অ্যান্ড মেরিন রিসার্চের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সমুদ্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুব্রত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন ও কম্পিউটার এবং ইনফরমেশন সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. মো রেজওয়ান আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড মো সাজেদুল করিম গবেষকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিনন্দন জানিয়ে বলেন, বিজ্ঞানের ছাত্র হিসেবে নিজেদের আলোকিত করতে তাত্তি¡ক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান শিখতে হবে সাথে আধুনিক ভাষাগত জ্ঞান শেখাও জরুরি। তিনি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
সভাপতি ড সুব্রত সরকার জানান, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলমান এই প্রশিক্ষণের জন্য ১৭৬ জনেরও বেশি গবেষক আবেদন করেছিলেন।
প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ২২ জন আবেদনকারীকে নির্বাচিত করা হয়েছে। ২২ জন প্রারম্ভিক গবেষকরা বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার ১৪ টি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমুদ্র সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দক্ষতা অর্জন এবং নীতি বাস্তবায়নে ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করবেন।