কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ বছর পর চালু হচ্ছে সিজারিয়ান ওটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:১১:৪৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ ২৮ বছর পর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হতে যাচ্ছে অপারেশন থিয়েটার (ওটি)। এর ফলে প্রসূতি অস্ত্রোপচার করাতে এখন থেকে আর রোগীদের সিলেট নগরীতে যেতে হবে না।
গতকাল শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে দ্রুততম সময়ের মধ্যে ওটি চালুসহ ডিজিটাল এক্সরে মেশিন, প্রয়োজনীয় জনবল ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিভিল সার্জনকে নির্দেশ দেন। এসময় সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী দুয়েকদিনের মধ্যে ওটি চালুর আশ্বাস দেন।
স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের কনফারেন্স রুমে মতবিনিময়ে বক্তৃতা করেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক-নার্স-টেকনোলজিস্টের অভাব রয়েছে। এসব সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকেও প্রয়োজন অনুযায়ী চিকিৎসক নেই। যে কারণে পরিপূর্ণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।
তিনি আরও বলেন, সিলেটের হাসপাতালগুলোতে নার্সের সংকট আছে। কিন্তু এতো নার্স আমরা পাব কই? সিলেটের কেউ তো নার্সিং নিয়ে পড়ে না। অন্য জেলা থেকে নার্স আনলে তো হবে না। সিলেটের নার্স সিলেটেই তৈরি করতে হবে। মেয়েদের নার্সিং পড়ায় আগ্রহী করে তুলতে হবে। নার্সিংয়ে প্রচুর কর্মক্ষেত্র তৈরি হচ্ছে।
তিনি দেশের চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন। তিনি বলেন, আগের সরকারের আমলে অনেক বিল্ডিং (ভবন) হয়েছে। কিন্তু সে অনুযায়ী জনবল আমাদের নেই। জনবল তৈরি না করে বিল্ডিং করার প্রয়োজন ছিলো না।
উপদেষ্টা জুলাই-অগাস্টের বিপ্লবের কথা স্মরণ করে বলেন, এত রক্তের বিনিময়ে, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমরা স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগাতে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে সাহস নিয়ে। আমরা নিশ্চয়ই ভালো স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারব।
মতবিনিময়কালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিছুর রহমান, সিলেটের সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান রাসেল, কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকীন বাদশা, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার মো. আবুল খায়ের, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাস্টার নিজাম উদ্দিন, রাজনগর নতুনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম, ডাক্তার আব্দুল হাসিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব সিদ্দিকী আবুল আলা, সংগঠক নুরুল আমিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে যমুনা টেলিভিশনের সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। তিনি বলেন, আমরা এখানে দায়িত্ব পালনে এসেছি। কাজেই জনগণ যদি চায় আমরা থাকবো। যদি না চায় আমরা চলে যাবো। আর আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন। ডিসেম্বরের দিকে আমরা নির্বাচন দেওয়ার চেষ্টা করবো। আশা করি, আমরা সেই অনুযায়ী আগাবো। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে কিন্তু তিনি বলেছেন জুন পর্যন্ত।