আগের বছরের চেয়ে ৪৬ পার্সেন্ট কম, টোল আদায় বন্ধে কর্মবিরতির ডাক
অর্ধেক মূল্যে লামাকাজী সেতু ইজারা, খতিয়ে দেখবে দুদক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৫, ১১:৫২:০২ অপরাহ্ন

কাউসার চৌধুরী :
আগের বছরের চেয়ে অর্ধেক মূল্যে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এম এ খান সেতু ইজারা দেয়া হয়েছে। এরই মধ্যে নতুন ইজারাদারকে সেতু সমঝে দেয়া হয়েছে। আগের তুলনায় ৪৬ পার্সেন্ট কম দরে ইজারা দেয়ার ঘটনায় খোদ সড়ক বিভাগে তোলপাড় চলছে। চলছে নানা কানাঘুঁষাও। এত কম দরে ইজারা দেয়ার বিষয়টি খতিয়ে দেখবে দুদকও। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, লামাকাজী সেতুর টোল আদায় বন্ধে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কর্মবিরতির ডাক দিয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পদস্থ কর্মকর্তা সিলেটের ডাককে জানিয়েছেন, আগের চেয়ে ৪৬ দশমিক ২৫ পার্সেন্ট কম দরে সেতুটি ইজারা দেবার বিষয়টি বিস্ময়কর। বিষয়টি দুদকের নজরে এসেছে। বিষয়টি দুদক খতিয়ে দেখবে বলে জানান ওই কর্মকর্তা ।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আমির হোসেন সিলেটের ডাককে বলেন, সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে মেসার্স মাহি এন্টারপ্রাইজকে লামাকাজী সেতুর টোল আদায়ের জন্য ইজারা দেয়া হয়েছে। বার বার টেন্ডার আহ্বান করেও এর চেয়ে কেউ বেশি দর দেননি। আর কোথাও এভাবে টোল আদায় করতে টেন্ডার আহ্বান করা হয়নি।
গতবারের চেয়ে এবার ৪৬ পার্সেন্ট কম দরে কেন ইজারা দেয়া হলো-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ১৪/১৫ বার কল করা হলেও এর চেয়ে কেউ বেশি উঠেনি। তাহলে গতবার কেন এত টাকায় ইজারা নিলো এই প্রশ্নের তার সোজা জবাব-যারা ইজারা নিয়েছিল তারাই ভালো বলতে পারবে।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘লামাকাজী সেতুটি দিয়ে গাড়ি চলাচল আগের থেকে বেশি, প্রতিদিন গাড়ির পরিমাণ বাড়ছে। গাড়ির পরিমাণ বেড়েছে ইজারা আগের থেকে দিগুণ বেশি দিয়ে দেওয়ার কথা; কমবে কেন। লামাকাজী সেতু দিয়ে প্রতিদিন টোল দেড় থেকে দুই লাখ টাকা কালেকশন হয়। রানীগঞ্জ সেতু দিয়ে সীমিত গাড়ি চলাচল করে। আমরা এই সেতুটির ইজারা বন্ধের দাবি জানিয়ে এসেছি, এটির ইজারা বন্ধ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের রিয়ার অ্যাডমিরাল এম এ খান লামাকাজী সেতুর টোল আদায় করতে চলতি অর্থ বছর থেকে ২০২৬-২০২৭ সময়ের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স মাহি এন্টারপ্রাইজকে সমঝে দেয় সওজ। গত ১৫ জানুয়ারি বুধবার ইজারাদারকৃত প্রতিষ্ঠানকে দখল সমঝে দেয় সওজ। মাহি এন্টারপ্রাইজ আট কোটি পাঁচ লাখ ১০ হাজার মূল্যে সেতুটি ইজারা নেয়। ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর মিলিয়ে সর্বমোট ইজারামূল্য দাঁড়ায় ১০ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
সূত্র জানায়, এর আগে গত ৩০ জুন যে প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয় তাদেরকে বছরে ১৯ কোটি টাকায় ইজারা দিয়েছিল সওজ।
টানা তিন বছর ১৯ কোটি টাকা করে ইজারা মূল্য দেয় ওই প্রতিষ্ঠান। কিন্তু এর অর্ধেক মূল্যে ইজারা দেয়ার বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দুটো প্রতিষ্ঠান ভয়ে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি বলেও শোনা যাচ্ছে। তবে, এ বিষয়ে সওজের কোনো কর্মকর্তার কাছে তথ্য নেই বলে জানিয়েছেন।
গত ইজারার চেয়ে ৪৬.২৫% কম
সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অ.দা.) আমির হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ তিন বছর মেয়াদী ইজারার মেয়াদ গত ৩০ জুন শেষ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী তিন অর্থ বছর ২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ সময়ের জন্য সিলেট-সুনামগঞ্জ সড়কের রিয়ার এডমিরাল এমএ খান “লামাকাজী সেতু’’ টোল আদায়ে ২ সেপ্টেম্বর ১৩তম কোটেশন আহবান করা হয়। প্রথম আহবান হতে ১০ম আহবান পর্যন্ত কোন কোটেশন পাওয়া যায়নি এবং ১১তম আহবানে ১টি ও ১২তম আহবানে সর্বোচ্চ দর উদ্ধৃতকারীসহ ৪টি কোটেশন পাওয়া যায়। কিন্তু ১৩ তম আহবানে কোন কোটেশন পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে ১২তম আহবানে সর্বোচ্চ দর উদ্ধৃতকারী প্রতিষ্ঠান মেসার্স আল বোরাক ট্রেডার্স ভ্যাট ও আয়করসহ সর্বমোট ৯ কোটি ৭২ লাখ ২২ হাজার ২২২ টাকা মূল্যে ইজারা প্রদানের নিমিত্তে মূল্যায়ন প্রতিবেদন সুপারিশ করা হয়।
তারপর সওজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী রক্ষণাবেক্ষণ সার্কেল তেজগাঁও ঢাকার নির্দেশে পুনরায় একটি সার্ভে ও দরপত্র আহবান করতে বলা হলে ১২ নভেম্বর সিলেট সড়ক বিভাগ ১৪তম ও চূড়ান্ত আহবান করা হয়। ১৪তম আহবানে ২টি কোটেশন পাওয়া যায়। আহবানকৃত সব কোটেশনের মধ্যে মেসার্স মাহি এন্টারপ্রাইজ ৮ কোটি ৫ লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা বিবেচিত হয়েছেন।’ আর এই দরের সঙ্গে ১৫ ভাগ ভ্যাট ও ১০ ভাগ আয়কর যুক্ত করে সর্বমোট ১০ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা হবে।’
‘উল্লেখিত সর্বোচ্চ দরদাতার উদ্ধৃত দরের দৈনিক গড় টাকা : ৮ কোটি ৫ লাখ ১০ হাজার ভাগ ১ হাজার ৯৫ দিন ৭৩ হাজার ৫২৫ দশমিক ১১ টাকা যা; গত ইজারার দৈনিক ১ লাখ ৩৬ হাজার ৮০১ দশমিক ৮১ টাকা অপেক্ষা (৭৩,৫২৫১১-১,৩৬,৮০১৮১) ৬৩ হাজার ২৭৬ দশমিক ৭০ টাকা। অর্থাৎ ৪৬ দশমিক ২৫ ভাগ কম।
অজুহাত যখন রাণীগঞ্জ সেতু
ওই মূল্যায়ন প্রতিবেদনে ৪৬ দশমিক ২৫ পার্সেন্ট কম হওয়ার কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়, ‘সুনামগঞ্জ জেলার পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু ২০২২ সালের ৭ নভেম্বর উদ্বোধন করা হয়।
এরপর থেকে সুনামগঞ্জ হতে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে দূরত্ব বিবেচনায় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কটি ব্যবহার করা হয়। বর্তমানে সেতুটি দিয়ে চলাচলকারী যানবাহন হতে টোল আদায় করা হচ্ছে। গত অক্টোবর, ২০২৪ মাসে সেতুটি হতে টোল আদায়ের পরিমাণ ২২ লাখ ৮ হাজার ৮০৫ টাকা, সে মোতাবেক দৈনিক গড় টোল আদায়ের পরিমাণ ৭১ হাজার ২৫১ টাকা। তাছাড়াও লামাকাজী সেতুর আগে থাকা রশিদপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়ক ব্যবহার করে যানবাহন সিলেট-ঢাকা সড়কের রশিদপুরে যায়। ফলে লামাকাজী সেতু দিয়ে চলাচলকারী যানবাহন পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে।’
গত ৩০ জুন লামাকাজী সেতুর টোল আদায়ের চুক্তি শেষ হওয়াতে বর্তমানে বিভাগীয় টোল আদায় কার্যক্রম চলমান আছে। বিভাগীয় টোল আদায় কাজে লোক স্বল্পতার কারণে বাইরে থেকে লোকবল নিয়োগ করে টোল আদায় কার্যক্রম চলছে। বিভাগীয় অফিসের লোকজন টোল আদায় কাজে নিয়োজিত হওয়ার কারণে সড়কের অন্যান্য জরুরি কাজে মারাত্মক বিঘœ ঘটে। এছাড়াও টোল নীতিমালা-২০১৪ এর ৫৩১ অনুচ্ছেদে বিভাগীয়ভাবে টোল আদায় নিরুৎসাহিত করা হয়েছে। এদিকে, সওজের খাস কালেকশনেও অনিয়মের খবর পাওয়া গেছে।
টোল আদায় বন্ধে ১ ফেব্রুয়ারি কর্মবিরতি
সিলেটের লামাকাজী সেতুর টোল আদায় বন্ধ করাসহ আট দফা দাবিতে আগামী ২ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
কর্মবিরতি সফলের লক্ষ্যে গত সোমবার নগরের হুমায়ুন রশিদ চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পাশাপাশি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন উপ-কমিটির কয়েক হাজার শ্রমিক গ্রহণ করেন।