হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপনের দাবিতে গণদাবি ফোরামের স্মারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৩২:৪৩ অপরাহ্ন
বাংলাদেশের ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ পুণ্যভূমি সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপন ও প্রতিষ্ঠাসহ ৩০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি সিলেটে সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে তুলে দেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম নেতৃবৃন্দ। গতকাল সোমবার বেলা ২টায় স্মারকলিপি তুলে দেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট। এসময় প্রধান বিচারপতি স্মারকলিপি গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলো সমাধনের আশ্বাস দেন।
এসময় সিলেটের সাবেক পিপি ও সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির সহ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, গণদাবী ফোরাম সিলেট মহানগর সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, ফোরামের উপদেষ্টা মুফতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সিনিয়র আইনজীবী সিরাজ উদ্দিন খান, বিশ্বজিৎ ঘোষ এডভোকেট, মহানন্দ পাল এডভোকেট, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, রাশেদুজ্জামান এডভোকেট সহ বিচার বিভাগের ঊর্ধ্বতন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি