সিলেটে দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসএমপি কমিশনার
‘পুলিশকে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৩০:১৫ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ টানা ১৫ বছরের জঞ্জাল সরিয়ে পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে আরো সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। তিনি আরো বলেন, তৎকালীন পুলিশের উচ্চপদস্ত কতিপয় কর্মকর্তার কারণে পুরো পুলিশ বাহিনী কলুষিত হয়েছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে-এই মন্তব্য করে তিনি বলেন, পুলিশকে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
গতকাল শনিবার সিলেট প্রেসক্লাবের আমিনূর রশীদ চৌধুরী মিলনায়তনে দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মুহাম্মদ তারিক, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ ও দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল।
এসএমপি কমিশনার বলেন, দৈনিক সংগ্রাম প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ট সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ’৭১ পরবর্তী ২য় স্বাধীনতা খ্যাত জুলাই বিপ্লবে ¯্রােতের প্রতিকূলে থেকে সংগ্রাম পত্রিকার সাহসিকতার পরিচয় দিয়েছে। পত্রিকাটির অবদান জাতি কোনদিন ভুলবে না। জুলাই বিপ্লবের সকল শহীদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি বলেন, সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক তুরাবের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। ইতোমধ্যে তুরাব হত্যা মামলায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতারের মাধ্যমে এর কিছুটা নমুনা দেখানো হয়েছে।
হাফিজ আব্দুল্লাহ আল মাহমুদ রাহাতের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সমন্বয়ক আবু সাঈদ ও শাহজালাল বিশ^বিদ্যালয়ের সমন্বয়ক দেলওয়ার হোসেন শিশির, দৈনিক সংগ্রামের বড়লেখা প্রতিনিধি কারা নির্যাতিত সাংবাদিক কাজী রমিজ।
উপস্থিত ছিলেন-এসএমপির ডেপুটি কমিশনার (উত্তর) শাহরিয়ার আলম, এডিসি (মিডিয়া) সাইফুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, দৈনিক সিলেট বাণীর সাব এডিটর চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মো. মুহিবুর রহমান, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও দৈনিক সিলেটের ডাকের স্টাফ রির্পোটার আনাস হাবিব কলিন্স, দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক নাজমুল কবীর পাভেল, সিলেট বেতার প্রতিনিধি এম রহমান ফারুক, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল ও দৈনিক সংগ্রাম সিলেট অফিসের ফটো সাংবাদিক ফয়ছল আহমদ প্রমুখ।