সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার বার্ষিক সম্মেলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৫, ৯:২১:৫৩ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত সিলেটবাসীর সংগঠন ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার ১১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার কিম্পু সিটির ফরেন সেন্টারে নজরুল ইসলাম তালুকদারে সভাপতিত্বে ও আশিকুর রহমান আশিক এবং জাকির হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমাদ উদ্দিন এমাদ ও আলী আনহার।
আব্দুল ওয়াদুদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সম্মেলনে বক্তব্য দেন সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার প্রধান উপদেষ্টা গিরিজা প্রসাদ ভট্টাচার্য, মাসুম খান এবং বদিউজ্জামান বদরুল, বিশিষ্ট ব্যবসায়ী তফাজ্জল হুসেন রনো, শহিদুল ইসলাম হাসান, মেক্সিম চৌধুরী, সামস খান, শামিম আহমদ, সম্রাট রাজু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইপিএস বাংলা কমিউনিটির উপদেষ্টা ফজলুর রহমান ও ইপিএস বাংলা কমিউনিটির সাবেক সভাপতি জাহিদ খান, বৃহত্তর কুমিল্লা কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর আলম, ইনছন বাংলাদেশ কমিউনিটি কোরিয়ার সাধারণ সম্পাদক অনুকূল রায়, চাপাইনবাবগঞ্জ কমিউনিটি ইন কোরিয়ার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিনশ’ অতিথি অংশ নেন। সম্মেলন শেষে পিঠা উৎসবের স্টলসমূহ ঘুরে ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল হক চৌধুরী রাজু, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছেন আসাদুজ্জামান সজিব এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাকির হুসেইন।
সম্মেলন কেন্দ্রে পিঠা উৎসবের স্টলে ছিল মুখরোচক বিভিন্ন শীতকালীন পিঠা, ভিন্ন আইটেমের মিষ্টি ও দই এবং সাথে ছিল গরম গরম চা ও ফুচকার স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজ মাতিয়েছেন বাংলাদেশ কালচারাল ফোরাম দক্ষিণ কোরিয়ার একদল শিল্পী গোষ্ঠী।