শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৫, ৪:৪১:৪৩ অপরাহ্ন

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে।
আজ সোমবার ভোরে ময়মসসিংহ থেকে সুনামগঞ্জগামী নাসিরাবাদ পরিবহনের একটি বাস (নম্বর- ১৫-৮৯৯৭) ডাবর ব্রিজ সংলগ্ন ডাবর পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
গাড়িতে অতিরিক্ত মালামাল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে জানান স্থানীয়রা।
এতে অনেকে আহত হলেও তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুপুর দেড়টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসের চারপাশে মালামাল, সবজি এবং পুরুষ-মহিলা ও শিশুদের জুতা পড়ে আছে। এ সময় ঘটনাস্থলে কোনো পুলিশকে দেখা যায়নি।
তবে স্থানীয়রা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনা কবলিত বাসটি কেটে আহতদের উদ্ধার করেন।