সিলেটে ড্যাবের সাংগঠনিক সম্মেলন ও ইফতার মাহফিল
‘যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৫, ৪:৫৭:৫০ অপরাহ্ন

ডাঃ এস.এম. আসাদুজ্জামান জুয়েল : দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। ষড়যন্ত্র মোকাবেলায় ড্যাবের নেতৃত্বে চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’ সিলেট বিভাগের সাংগঠনিক সম্মেলন ও ইফতার মাহফিল-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও ড্যাব’র প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার এ কথা বলেন।
নগরীর আমান উল্যাহ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ডা. মোঃ শামীমুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হালিম ডোনার আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে গত ১৫ বছরে দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে । প্রতিটি সেক্টরকে তারা ক্ষতিগ্রস্ত করছে, এ থেকে হেল্থ সেক্টরও রেহাই পায়নি। এ অবস্থায় স্বাস্থ্য খাতকে সাজাতে ড্যাব নেতা-কর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি যাতে সরকার গঠন করতে পারে-সে ব্যাপারে সকলকে প্রচেষ্টা চালাতে হবে।
বিশেষ অতিথি ছিলেন ড্যাব’র সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ। প্রধান বক্তা ছিলেন ড্যাব’র মহাসচিব ডা: মো: আব্দুস সালাম। সম্মানিত অতিথিবৃন্দে মধ্যে বক্তব্য রাখেন- ডা: মো: আব্দুস সেলিম, ডা: মো: জহিরুল ইসলাম শাকিল ও ডা: মেহেদি হাসান ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি’ চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ডা: মোসাদ্দেক হোসেন বিশ্বাস, ডা: অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. সিরাজুল ইসলাম, ডা. গোলাম সারোয়ার বিদ্যুৎ, ডা: পারভেজ রেজা কাকন, অধ্যাপক ডা. শিব্বির আহমদ (শিবলী), অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী, ডা: সমিউল হাসান বাবু, ডা. জিয়াউল করিম জিয়া, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী, ডা. গোলাম ফরহাদ জিলানী, ডা. রফিকুল ইসলাম, ডা. সুলতান আহমদ, ডা. আহমুদুর রহমান আবদাল, অধ্যাপক ডা. কাজী আক্তার উদ্দিন, ডা. মো: শুয়াইব আহমদ (শোয়েব), ডা. সৈয়দ নাফী মাহদী, ডা. মোহাম্মদ জামিল আহমদ, ডা. নিজাম আহমেদ, ডা. আশরাফুল ইসলাম রানা, ডা. তানভীর আহমেদ, ডা. ফাহিয়ান ইবনে রফিক, ডা. তারেকুর রহমান সজীব, ডা. আব্দুল্লাহ মুসাইইব প্রমুখ।
বিকেল ৩টায় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ড্যাব সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ এবং শোক প্রস্তাব করেন অধ্যাপক অধ্যক্ষ ডা. মঈনুল ইসলাম চৌধুরী (নান্না)।
অনুষ্ঠানের প্রধান বক্তা ডা. মো: আব্দুস সালাম বলেন, ড্যাব-কে শক্তিশালী করতে হবে। বিগত পতিত সরকারের সময় ড্যাব এর অনেকেই বঞ্চিত হয়েছেন। বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ সবার অধিকার ফিরে পাবেন। তবে এজন্য এক সাথে কাজ করতে হবে।
অন্য বক্তারা বলেন, ১৭ বছরে ড্যাব নেতাকর্মী নানাভাবে বঞ্চিত হয়েছেন। হয়রানির শিকার হয়েছে। তাই আগামী নির্বাচনে ড্যাব’র সদস্যবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বার্থে দশের স্বার্থে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চালাবে।
সভাপতির বক্তব্যে ডা. মো: শামীমুর রহমান বলেন, সিলেট ড্যাব করোনা, বন্যা, ডেঙ্গু সহ নানা দুর্যোগে জনগণের পাশে অতীতে যেমন দাঁড়িয়েছে ; ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক সুশাসনের বাংলাদেশ, মাথ উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ। এই উদ্দেশ্যে জাতীয়তাবাদী শক্তি বিএনপি’র বিকল্প নেই।
তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট বিভাগের ৪ জেলার আগত নেতাকর্মী, বিএনপিসহ আগত অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়াসহ আয়োজক কমিটি ও সহযোগিতায় যাঁরা বিভিন্নভাবে অনুষ্ঠানকে সার্থক করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ডা. জাহিদুল ইসলাম ও ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী। পরে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।