সিলেটে উৎসবের আমেজে ঈদুল ফিতর পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৫, ৩:৩৫:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : উৎসবের আমেজে এবার সিলেটে পালিত হয় ঈদুল ফিতর। গত সোমবার সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর শাহী ঈদগাহে। লাখ লাখ মুসল্লি ৭শ’ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ধনী-গরীব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন।
নামাজে অংশ নিতে ফজরের নামাজের পর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে শাহী ঈদগাহ ময়দানে মুসল্লিদের সমাগম ঘটে। সুগন্ধি গায়ে মেখে জায়নামাজ ও তাসবিহ হাতে নামাজের উদ্দেশে রওয়ানা দেন মুসল্লিরা।
নামাজে ইমামতি করেন সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত পেশ করেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। বয়ান শেষে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী শাহী ঈদগাহ ময়দানের আয়-ব্যয় মুসল্লিদেরকে অবগত করেন। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। এছাড়া নামাজের খুতবা প্রদান ও নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুফতি রশীদুর রহমান ফারুক (বরুণী)।
মোনাজাতে মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ চেয়ে আল্লাহ’র কাছে কান্নায় ভেঙে পড়েন। এসময় দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের কল্যাণে দোয়া করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।
বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
জামাত শেষে অনেকেই হযরত মানিক পীর (রহ.) গোরস্থান ও হযরত শাহজালাল (রহ.) দরগাহস্থ কবরস্থানে যান স্বজনদের কবর জিয়ারত করতে। সেখানে তারা কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
আইনশৃংখলা বাহিনী জানিয়েছে, এবার সিলেট সিটি করপোরেশন এলাকায় ৩৯২টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোনো কোনো ঈদগাহ ও মসজিদে হয় একাধিক জামাত।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবার সিলেট জেলা ও মহানগরজুড়ে ৩ হাজার ২৩৮ জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।