প্রশিক্ষণ সঠিক ভাবে গ্রহন করলে দক্ষ গ্রাম পুলিশ গড়া সম্ভব: মহাপরিচালক মো: আব্দুল কাইয়ূম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৫, ১১:০৮:৫৪ অপরাহ্ন

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র মহাপরিচালক ( গ্রেড-১) মো. আব্দুল কাইয়ূম বলেছেন, প্রশিক্ষণ একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়িঘর যাদেও চেনা তারা হলেন গ্রাম পুলিশ। যার জন্য এই বাহিনী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসলে তাদের জীবনে যেমন কাজে লাগবে, সমাজের কাজে আসবে। মঙ্গলবার সকাল ১১ টার সয়ম সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে সারাদেশে ১৬ টি উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে
একই সময়ে সারাদেশের ১৫টি অন্যান্য উপজেলায় সিলেট সদর উপজেলা পরিষদের হলরুম থেকে এক যুগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র যুগ্মপরিচালক, প্রশিক্ষণ ও পরামর্শ (উপসচিব) মোহাম্মদ জাহিদ আখতার, স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক সুর্বণা সরকার, অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোরের জেল প্রশাসক আজাহারুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ, সহকারী কমিশনার ভূমি মো. মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সিলেট মহানগর রাজস্ব সার্কেল মোহাম্মদ আলীম উল্লাহ খান, আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, সিলেট সদর উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার মোহাম্মদ লায়েছ মিয়া তালুকদার, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কোর্সে সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।