জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়ক সংষ্কার ১৭ বছরেও শেষ হয়নি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ১২:২৫:৪৭ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংষ্কার কাজ গত ১৭ বছরেও শেষ হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সড়কের সংষ্কার কাজ একাধিকবার শুরু হলেও কাজ আর শেষ হয়নি। গত ছয় মাস ধরে আবারো ধীরগতিতে চলছে সংষ্কার কাজ। ফলে তিন ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাধ্য হয়ে সড়ক সংষ্কার কাজ শেষ করার দাবিতে আবারো মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন এলাকাবাসী। আগামী ১৫ এপ্রিল সড়কের শিবগঞ্জ বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলা সদর থেকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের বেগমপুর পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ ১৭ বছর ধরে সংষ্কারের অভাবে উপজেলাবাসী সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন।
বিশেষ করে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খানপুর, আলীপুর, নতুন কসবা, গোতগাঁও, সোনাতলা, কদমতলা, মশাজান, কাতিয়া, অলৈতলী আলাগদি, আশারকান্দি ইউনিয়নের কালনিচর, আটঘর, খালাইনজুড়া, মিলিক, বড়ফেচি, ছোট ফেচি, রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও, ইছগাঁও, কুবাজপুরসহ ৫০ গ্রামের লোকজনের চলাচল বিঘ্নিত হয়। এসব গ্রামের জনসাধারণের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই সকড়টি।
এছাড়াও এসড়ক দিয়ে বেগমপুর হয়ে সিলেটের বিভিন্ন অঞ্চলসহ ঢাকা যাওয়া-আসা করছেন উপজেলাবাসী। ২০১৬ সালে সড়কের ১১ কিলোমিটার সংষ্কারের জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও রাস্তার কিছু অংশে যৎসামান্য কাজ করে ঠিকাদার পালিয়ে যায়। এরমধ্যে ২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তাটি বিধ্বস্ত হয়। সড়ক জুড়ে ভাঙাচুরা, খানাখন্দ ও বড় বড়[ গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগি হয়ে উঠে। সড়ক সংষ্কারের দাবিতে একাধিকবার মানববন্ধন, প্রতিবাদ সভা ও পরিবহন ধর্মঘটের ডাক দিলেও কোন সুরাহা হয়নি। ছয় মাস ধরে আবারো সড়কের কিছু অংশে সংষ্কার কাজ শুরু হলেও চলছে ধীরগতিতে।
কুবাজপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মাছুম আহমেদ বলেন, গত ১৭ বছর ধরে সড়কে শুধু সংষ্কার কাজ হচ্ছে শুনলাম, কাজ শেষ হতে দেখিনি। এ সড়কের কারণে আমরা অসহনীয় যন্ত্রণা আর কষ্ট ভোগ করছি। বাধ্য হয়ে প্রবাসীরা অর্থ খরচ করে কিছু সংষ্কার কাজ করান। সরকারিভাবে কাজ আর শেষ হয় না। তিনি বলেন, বর্তমানে ধীরগতিতে নিম্নমানের কাজ চলছে। এসব দেখার কেউ নেই। নিরুপায় হয়ে এলাকাবাসী আবারো ১৫ এপ্রিল মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজমুদ্দিন বলেন, এ সড়কের কারণে জগন্নাথপুরের তিন ইউনিয়নের লাখো মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। তবে কবে পরিত্রাণ পাবে মানুষ জানেনা। আমি সড়ক সংষ্কারের জন্য এলজিইডিতে সবসময় যোগাযোগ করে যাচ্ছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, শিবগঞ্জ-বেগমপুর সড়কের ১৫ কিলোমিটারের মধ্যে প্রায় ২ কিলোমিটার সংষ্কারের জন্য দুই কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। কাজ পেয়েছেন সুনামগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ রেনু এন্টারপ্রাইজ। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কাজ চলছে। শেষ হবে জুন মাসে। সড়কের সংষ্কার কাজ শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।