জেলা ও মহানগর বিএনপির নির্ধারনী সভা : পয়েন্টে-পাড়া-গলিতে গ্রুপের আড্ডা বন্ধ করুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৬:০৬:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে, পাড়ার গলিতে গ্রুপ উপ গ্রুপের নাম করে আড্ডা বন্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতারা। গতকাল শনিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমের সার্বিক নির্ধারণী সভায় এই হ্ুিশয়াফর উচ্চারণ করা হয়।
এতে আরো উল্লেখ করা হয়, বিভিন্ন মার্কেট, সড়কপথ ও জনসমাগমস্থলে বসে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি বেআইনিভাবে অবস্থান নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। এ ধরনের বেআইনি ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ হুঁশিয়ার করে আরো বলেন, ভবিষ্যতে কেউ যদি অনুমোদনহীন সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন বা জনদুর্ভোগে যুক্ত থাকেন, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে দল কোনো প্রকার ছাড় দেবে না।
অনুষ্ঠিত নীতিনির্ধারণী এই সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় নেতৃবৃন্দ গত ৫ মে গৃহীত সিদ্ধান্তসমূহ পুনর্বিবেচনা করে পূর্বের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।