ড্রিম লাইনার ইনস্টিটিউটের ৫ বছর উদযাপন
‘উচ্চশিক্ষা এবং সফল ক্যারিয়ার গঠনে ইংরেজি ভাষায় দক্ষতা গুরুত্বপূর্ণ’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ২:৩০:০৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারস্থ ড্রিম লাইনার ইনস্টিটিউটের শ্রেষ্ঠত্বের ৫ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমহাদেশের প্রখ্যাত দানবীর, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. রাগীব আলী বলেছেন, উচ্চশিক্ষা এবং সফল ক্যারিয়ার গঠনে ইংরেজি ভাষায় দক্ষতা গুরুত্বপূর্ণ। তিনি এ অঞ্চলের তরুণ শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়ার জন্য ড্রিম লাইনার ইনস্টিটিউটকে ধন্যবাদ জানান এবং এর উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন।
প্রখ্যাত সমাজসেবক ও শিক্ষানুরাগী, অসংখ্য শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী কাজে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান প্রতিযোগিতার বিশে^ টিকে থাকা ও সাফল্যের জন্য দক্ষতা অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোন বিষয়ে মাঝামাঝি অবস্থানের সুযোগ নেই। সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই বিষয়টিকে আয়ত্ব করে নিজেকে দক্ষ করে তুলতে পারলে সফলতা আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড্রিম লাইনার ইনস্টিটিউটের পরিচালক শেখ লায়েস।
মো. আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, আজম আলী, কামাল বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ড্রিম লাইনার ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ।