কোম্পানীগঞ্জে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ৯:১৭:১৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১ হাজার ৬ শ’ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা, আট রিল ইয়াবা সেবনের ফয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার দুই শ টাকাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলীর পুত্র রহমত আলী (৫০) ও একই গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র ইছাক আলী (৪৫)। গতকাল সোমবার রাত ১০ টার দিকে পাড়ুয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পাড়ুয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ এই দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলা শহরসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার মাদকের আরও মামলা রয়েছে।