জাফলংয়ে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু, জৈন্তায় পে-লোডারের চাকায় পিষ্ট চার সন্তানের জনক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ৯:২৬:২৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। গোয়াইনঘাটের জাফলংয়ে পিয়াইন নদী থেকে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিক নিহত হয়েছেন। জৈন্তাপুরে পে-লোডারের চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন পাথর শ্রমিক। গতকাল সোমবার পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জাফলংয়ে ইসিএ এলাকাভুক্ত পিয়াইন নদী থেকে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক রজব আলী (৪০) গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বরবন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে।
জানা যায়, গতকাল সোমবার সকালে রজব আলীসহ আরও এক বারকি শ্রমিক জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় পাথর উত্তোলনের কাজে যান। এ সময় নৌকা থেকে পানিতে ডুব দিয়ে গর্ত থেকে পাথর তোলার সময় গর্তের উপরের অংশ ভেঙে পড়ে। এতে বালুচাপা পড়েন রজব আলী। দীর্ঘ সময় পরও পানির নিচ থেকে উপরে না উঠায় তার সাথে থাকা শ্রমিকসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বালুর নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মো. তোফায়েল আহমদ জানান, বালুচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার বাংলা বাজারে পে-লোডারের চাকার নিচে পিষ্ট হয়ে কামাল হোসেন (৫০) নামের একজন পাথর শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাংলা বাজারে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক জৈন্তাপুর ইউনিয়নের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৫০)। নিহত কামাল ৪ সন্তানের জনক ও তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।
প্রতক্ষ্যদশী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাংলা বাজার বালু লোডিং ফিল্ডে (বালু সাইটে) পেলোডার দিয়ে বালু লোডিং কালে অসাবধানতাবশত পেলোডার চালাতে গিয়ে ১ শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান পে-লোডার চাপায় শ্রমিক নিহতের ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।