এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণকান্ড মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ৯:৪৯:৩২ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের মামলার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার সকালে কলেজের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তারা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের দোসররা সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণ মামলার বিচার করতে দেয়নি। বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানান অপচেষ্টা করেছে। এমনকি ফ্যাসিস্টরা এই মামলা আপসরফায়ও শেষ করতে চেয়েছে। বর্তমান সরকারের কাছে আমরা দ্রুততম সময়ের মধ্যে এর বিচার কার্যক্রম শেষ করার দাবি জানাচ্ছি। আসামিদেরকে ফাঁসি দিতে হবে। যদি তা না করা হয়, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এমসি কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাহান সাইফের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেটের বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুহুল ইসলাম, প্রাণিবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ ইসমাইল, বিএসএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তার, বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্লাবন আহমেদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, ‘এমসি কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধর্ষণের শিকার শুধু একজন নারীই হননি, বরং এটি সমগ্র নারীসমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কলঙ্কজনক। ধর্ষকদের ফাঁসির দাবিতে প্রয়োজনে আপামর ছাত্র-জনতা আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে (২০) ছাত্রলীগ ক্যাডাররা ধর্ষণ করে। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে ছয় আসামি ও সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। গ্রেফতারকৃত আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এদিকে, গত মঙ্গলবার সংঘবদ্ধ ধর্ষণ মামলার বিচার কার্যক্রম সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। এদিন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। পরে ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার পরবর্তী শুনানির দিন হিসেবে আজ ১৩ মে ধার্য্য করেন।