সিলেট থেকে প্রথম ফ্লাইটে মদিনা গেলেন ৪১৮ হজযাত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৫, ৬:৩১:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন হয়েছে গতকাল বুধবার। ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেয় জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
সিলেট অঞ্চলের হজযাত্রীরা ওসমানী বিমানবন্দর দিয়ে হজে যেতে পেরে আনন্দিত। হজযাত্রী সুলতান উদ্দিন, রফিক মিয়া, ছায়েরা বেগম, নজরুল ইসলাম, জাহেদুর রহমান চৌধুরী তাদের প্রতিক্রিয়ায় বলেন, সিলেট থেকে সরাসরি ফ্লাইট তাদের হজযাত্রাকে স্বস্তিদায়ক করে তুলেছে। এ জন্য তারা সর্বশক্তিমান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন ও বিমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আল্লাহর ঘরের মেহমানদের খেদমতে বিমানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংবেদনশীল মনোভাব অব্যাহত থাকবে বলেও আশাবাদ করেন তারা। সুন্দরভাবে হজের কার্যক্রম পালন করতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
হজযাত্রী আব্দুল লতিফ ও তার সহধর্মিণী হোসনে আরা বেগম জানান, সিলেট থেকে সরাসরি হজে যেতে পেরে আমরা আনন্দিত। হজ যাত্রাকে সহজ ও আনন্দদায়ক করতে যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই দম্পতি।
এদিকে, সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে গতকাল বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক দোয়া মাহফিলের আয়োজন করে বিমান কর্তৃপক্ষ। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম।
বিমানের গ্রাউন্ড সার্ভিস অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুজ্জামান, ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান ও হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট জোনের সভাপতি মো. আব্দুল হক। হজযাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইলিয়াস বক্স চৌধুরী।
প্রধান অতিথি যুগ্ম সচিব শফিউল আলম বলেন, সিলেটের দুই সহ¯্রাধিক যাত্রীসহ এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। হজ যাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় ও হজ যাত্রা যাতে খুবই আরামদায়ক হয় ; তার জন্য বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হজ যাত্রীদের সেবায় কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা এসব বিষয় মনিটরিং অব্যাহত রয়েছে। দেশ ও জাতির কল্যাণে আল্লাহর ঘরের মেহমান হজযাত্রীদের কাছে দোয়া কামনা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফারহান আহমদ। মোনাজাত পরিচালনা করেন দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সিলেটের আটাব ও হাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাহনেওয়াজ মজুমদার বলেন, সিলেটবাসীর দুর্ভোগের বিষয়টি মাথায় রেখেই এবারও ওসমানী বিমানবন্দর থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, সিলেট থেকে এ বছর ২ হাজার ৬৭৫ জন হজ পালন করতে যাবেন। এর মধ্যে পাঁচটি ফ্লাইটে সিলেট এয়ারপোর্ট থেকে যাবেন ২ হাজার ৯০ জন। বাকি ৫৮৫ জন যাবেন ঢাকা এয়ারপোর্ট থেকে। বাকি চারটি ফ্লাইট আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। গত বছরের মতো এবারো ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দু’ দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। তবে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।