সিলেট মেরিন একাডেমিতে গ্রিন শিপ রিসাইক্লিং ও ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫, ১:০৮:১৫ অপরাহ্ন

বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেটে গ্রিন শিপ রিসাইক্লিং এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ওপর একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাদাঘাটে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট এর কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির ভিসি ডঃ সরওয়ার উদ্দিন চৌধুরী। সেমিনারে টেকনিক্যাল রিসার্চ পেপার উপস্থাপন করেন, বিশিষ্ট শিপ রিসাইকেল বিশেষজ্ঞ মেরিন ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান। আলোচনায় অংশ নেন মেরিন একাডেমি, সিলেট এর কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে বিশ্বের প্রধান মেরিন শিপ রিসাইকেল দেশ হিসাবে অগ্রগামী ভূমিকা পালন করেছে। শিপ রিসাইক্লিং সংক্রান্ত সকল স্টেক হোল্ডার এই শিল্পে জড়িত। জনবলকে সচেতন করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। বিজ্ঞপ্তি।