দানবীর ড. রাগীব আলীর সুস্থতা কামনায় দৈনিক সিলেটের ডাক-এ দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ১১:৪১:৫৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের সর্বাধিক প্রচারিত দৈনিক সিলেটের ডাক -এর সম্পাদক মন্ডলীর সভাপতি, দেশবরেণ্য শিক্ষানুরাগী ও সমাজসেবক দানবীর ড. রাগীব আলীর রোগমুক্তি কামনায় দৈনিক সিলেটের ডাক -এর বোর্ড রুমে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের -এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, চিফ রিপোর্টার সিরাজুল ইসলাম, সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম, কাউসার চৌধুরী, আনাস হাবিব কলিন্স, নূর আহমদ, এনামুল হক রেনু, ইউনুছ চৌধুরী, মেডিকেল রিপোর্টার ডা. আসাদুজ্জামান জুয়েল, ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সম্পাদনা সহকারী বনবীর রায়, প্রদীপ চন্দ্র দাস, সিনিয়র বিজ্ঞাপন ব্যবস্থাপক আবু তাহের, কম্পিউটার বিভাগের পেইজ ডিজাইনার মো. ফয়ছল হোসেন, গ্রাফিক্স ডিজাইনার শিপন আহমদ, কম্পিউটার অপারেটর পান্না লাল রায় প্রমুখ।
মাহফিলে দানবীর ড. রাগীব আলীর রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাব এডিটর ফায়যুর রাহমান।
এদিকে চিকিৎসাধীন ড. রাগীব আলীকে দেখতে গত রাতে সিলেটের ডাকের একটি প্রতিনিধি দল রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান। সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবেরের নেতৃত্বে প্রতিনিধি দল বেশ কিছু সময় ড. রাগীব আলীর শয্যা পাশে অবস্থান করে চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।