সিলেট-তামাবিল সড়কে ট্রাকচাপায় কিশোর নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ১২:৫৭:২২ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট-তামাবিল সড়কে ট্রাকচাপায় এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোরের নাম মো. নাঈম আহমদ (১৮)। তিনি শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, নাঈম বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে পীরেরবাজারে বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
তিনি বলেন, ট্রাকচালককে আটক করা যাননি। ট্রাকটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। লাশের ময়না তদন্ত হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।