দানবীর ড. রাগীব আলীর সুস্থতা কামনায় ইমাম সমিতির দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ১:০৭:২৩ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী শাখার উদ্যোগে গত রোববার প্রখ্যাত দানবীর ড. রাগীব আলীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দরগাহে হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। উপস্থিত ছিলেন সহ-সভাপতি শায়খুল হাদিস শাহ আশরাফ আলী মিয়াজানি, সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুম আহমদ, প্রচার সম্পাদক মওলানা জাহাঙ্গীর আলম, সংগঠনের দায়িত্বশীল হাউজিং এস্টেট মসজিদের ইমাম হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, রাজারগলি মসজিদের ইমাম মুফতি আজমল হুসাইন, কালীঘাট নবাবী মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুর রহমান, সিভিল সার্জন জামে মসজিদের ইমাম মাওলানা শুয়াইবুর রহমান, মেডিকেল স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম মাওলানা রশিদ আহমদ, আল আমিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান মাওলানা সৈয়দ আব্দুল আহাদ, মাওলানা জরিফ উদ্দিনসহ অন্য নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি