বিশ্বম্ভরপুরে ট্রাকসহ ভেঙে পড়েছে বেইলি সেতু
ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৫, ১:১১:৫৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। এছাড়া, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বালুবোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। গতকাল সোমবার পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ জেলা প্রতিনিধি জানান, গতকাল সোমবার বেলা ৩টার দিকে উপজেলার চারগাঁও এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
স্থানীয়দের বরাত দিয়ে বাহুবল থানার অফিসার ইনচার্জ জায়েদুল হাসান জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস উপজেলার মিরপুর চারগাঁও এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়। আহত ২০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে তৌকির আহমেদ নামে আরও একজনের মৃত্যু হয়।
এদিকে, তাহিরপুর সংবাদদাতা জানান, গতকাল সোমবার ভোরে উপজেলার আনোয়ারপুর-নিয়ামতপুর সড়কের সজনার হাওর নামক স্থানে বালুবোঝাই ট্রাকসহ একটি বেইলি সেতু ভেঙে পড়ে। সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা দুর্ভোগে পড়েছেন। তাহিরপুরের সাথে সুনামগঞ্জ জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। সেতু ভেঙে পড়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ১৫ বছর আগে ভেঙে পড়া সেতুটি নির্মাণ করে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এতে ব্যয় হয় কয়েক কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল নিম্নমানের নির্মাণ সামগ্রী। তাই, অল্প দিনেই সেতুটি ভেঙে গেছে।
এলাকাবাসী জানান, সীমান্ত নদী জাদুকাটা ও ধোপাজান থেকে অবৈধভাবে খনিজ বালু তোলা হচ্ছে। সেসব বালু বিশ্বম্ভরপুরের নৌপথে রাখা বাল্কহেডে লোড করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। চুরি করা খনিজ বালু ট্রাকযোগে সরিয়ে নেওয়ার সময় ভেঙে পড়া বেইলি সেতুটি ব্যবহার করা হতো।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের সদস্য মন্তোষ দাশ বলেন, প্রায় ১৫ বছর আগে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে দায়সারাভাবে সজনার হাওর সংলগ্ন সড়কের উপর ষ্টিলের সেতুটি নির্মাণ করা হয়। গতকাল সোমবার ভোরে ট্রাকের ওজনে সেতুটি ভেঙে পড়ে।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক, হেলপার ও শ্রমিক পালিয়ে গেছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, সেতু ভেঙে পড়ার বিষয়টি জেনেছি। ট্রাক সরানোর পর সেতুটি মেরামত কাজ শুরু হবে বলে জানান তিনি।