সিলেটের সুরমা-কুশিয়ারা নদীর পানি কমছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৫, ১২:০৯:৩০ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেট ও মৌলভীবাজার জেলায় সুরমা-কুশিয়ারা এবং সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীসমূহের পানি কমছে। তবে কুশিয়ারা নদী অমলশীদ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টয় বিপৎসীমার নিচে নেমে আসতে পারে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে ব্রহ্মপুত্র নদের ও যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল কমছে। অন্যদিকে স্থিতিশীল রয়েছে পদ্মা নদীর পানি সমতল।
সপ্তাহের শেষে আগামী পাঁচ দিন পর্যন্ত গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
দেশের ১১৬টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বেড়েছে ২৯টির, কমেছে ৮৪টির, অপরিবর্তিত রয়েছে ২টির। এছাড়া গেজ পাঠ পাওয়া যায়নি ১টির এবং বিপৎসীমার ওপরে স্টেশনের সংখ্যা ১টি, নদীসমূহ সংলগ্ন এলাকা সিলেট এবং বিপৎসীমার ওপরে নদীর সংখ্যা ১টি (কুশিয়ারা)।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপকূলীয় নদী অববাহিকা (বরিশাল,খুলনা ও চট্টগ্রাম বিভাগ) সূত্রে জানা যায়, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের নদীসমূহের স্বাভাবিক জোয়ার বিরাজমান রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী ৩ দিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিনে উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার বিরাজ করবে।