ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কে ঘিরে এক মঞ্চে সিলেট বিএনপি নেতারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:১৪:১৬ অপরাহ্ন

ডাক ডেস্ক ॥ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কে ঘিরে গতকাল শনিবার এক মঞ্চে বসেছিলেন সিলেট বিএনপি নেতারা। নগরীর বারুতখানা এলাকার একটি হলে আয়োজন করা এই বৈঠকের। ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও অপর উপদেষ্টা সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
দলীয় একটি সূত্র জানায়, আগামী ২৮ জুন সিলেট সফর করার কথা রয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী’র। ঐদিন তিনি সিলেটের ব্যবসায়ীদের সাথে এক সভায় মিলিত হবেন। এতে তিনি শুনবেন সিলেটের ব্যবসায়ীদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ। সিলেটে তাঁর এই সফর উপলক্ষে গতকাল শনিবার ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ নিয়ে আয়োজন করা হয় এক বৈঠক। এই বৈঠকে এক ব্যবসায়ী নেতা তাঁর বক্তব্যে বিএনপির শীর্ষ নেতাদের একমঞ্চে দেখে অভিনন্দনও জানান। এতে মুহুর্মুহু করতালি দেন উপস্থিত সকলেই।
দলীয় একটি সূত্র জানায়, শুক্রবার সিলেট সফর করে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। দলের মধ্যে দ্বন্দ্ব-বিভেদ মেটাতে ঐদিন ক্ষুদ্র পরিসরে সিলেটে ছিল দলীয় এক বৈঠক। এই বৈঠকে দলকে আরো শক্তিশালী করতে শীর্ষ পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন ডা. জাহিদ। তাঁর এই নির্দেশনার ঠিক একদিন পরই সিলেটে দেখা গেল ঐক্যবদ্ধ বিএনপি বলে মন্তব্য করেন এক ব্যবসায়ী নেতা।