সতর্ক হবার পরামর্শ স্বাস্থ্য বিভাগের
দু’বছরের মাথায় সিলেটে ফের করোনা শনাক্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৫, ৩:১৩:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ কোভিড অতিমারি শেষ হবার দু’বছরের মাথায় সিলেটে ফের শনাক্ত হলো করোনা। ২০২২ সালে অতিমারি শেষ হবার পর গতকাল রোববার প্রথম দুজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নেয়া হয়েছে করোনা বিশেষায়িত শহীদ ডা: শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে(ইনটেনসিভ কেয়ার ইউনিট)। অন্যজনকে ভর্তি করা হয়েছে একই হাসপাতালে।
সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, আক্রান্তদের একজন নারী ও অপরজন পুরুষ। আক্রান্ত পুরুষের বয়স ৮০ বছর। তার অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে রেখে চিকিৎসা চলছে। তাদের একজন শুক্রবার অপরজন রোববার হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের একজন সিলেট মহানগরীর বাসিন্দা, অন্যজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়। তিনি জানান, ২০২৫ সালের মধ্যে সিলেটে গতকাল প্রথম দুইজনের দেহে করোনা শনাক্ত হলো। তিনি বলেন, কোভিডের অবস্থা হয়তো ২০২২ সালের মতো হতে না পারে। এজন্য এখনি আতংকিত হওয়ার কারণ নেই। সবাইকে সতর্ক থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। তিনি জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য শহীদ ডা: শামসুদ্দিন আহমদ হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে।
শহীদ ডা: শামসুদ্দিন আহমদ হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) মো: মিজানুর রহমান জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে তাদের হাসপাতালে বরাবরই করোনা রোগীদের চিকিৎসা দেয়া হয়। গত এপ্রিলে একজন রোগী কোভিডের চিকিৎসা নিয়েছেন। বর্তমানে দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হাসপাতালের জনবল সমন্বয় করা হচ্ছে।