শেখঘাটে নারী চিকিৎসককে পিষে ফেলা সেই বেপরোয়া ট্রাক ড্রাইভার গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৫, ৮:১০:৫২ অপরাহ্ন

অনলাইন ডস্কে : সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজ সংলগ্ন শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত ডা. রহিমা খানম জেসির ঘাতক ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ জুন সকাল ১১টার দিকে শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে রিকশায় থাকা নারী চিকিৎসক রহিমা খানম জেসি (৩২) ব্রিজের উপর দিয়ে আসা একটি বেপরোয়া ট্রাকরে ধাক্কায় নিহত হন।
সেই ট্রাক ড্রাইভারকে আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আব্দুল কাদির (৩৯) মোগলাবাজার থানার করিমপুর গ্রামের মো. দরছ আলীর ছেলে এবং বর্তমানে সিলেটের বাদামবাগিচা এলাকার ৪০/২ নং বাসায় ভাড়া থাকত।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।