জৈন্তাপুর ও ছাতক সীমান্তে নারী-শিশুসহ ৩৯ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৬:২০:৫০ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী-শিশুসহ ৩৯ জন বাংলাদেশিকে দেশে পুশইন করেছে। এর মধ্যে সিলেটের জৈন্তাপুরে ১৯ জন এবং ছাতকের নোয়াকোট বিওপি’র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত দিয়ে ২০ জন নাগরিককে পুশইন করা হয়।
গতকাল মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুও রয়েছে। সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের সঙ্গে সঙ্গে আটক করে হেফাজতে নেয়। আটককৃতদের সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
এদিকে, ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ছাতকের নোয়াকোট বিওপি’র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ২০ নাগরিককে পুশইন করেছে। গতকাল মঙ্গলবার ভোরে নারী- পুরষ, শিশু সহ ২০ নাগরিককে পুশইন করে বিএসএফ। পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করেন।
নোয়াকোট বিওপি’র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র একটি টহল দল ৩ পরিবারের মোট ২০ জন নারী-পুরুষ ও শিশুকে মঙ্গলবার সকালে আটক করে বিজিবি’র টহল দল। আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৬ জন, নারী ৮ জন ও শিশু ৬ জন। আটক পরিবারের সদস্যরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। ছাতক নোয়াকোট বিওপি’র হাবিলদার মো.কবির আহমদ জানান, পুশইনকৃত আটক ২০ জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।