সিলেটের ডাকে সংবাদ প্রচার : আলো ফিরে পেল শাবির ফটকের নামফলক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ২:২১:৩৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের পাশে থাকা নামফলক দীর্ঘদিন ধরে ছিল আলোহীন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয় দৈনিক সিলেটের ডাক পত্রিকায়। সংবাদ প্রচারের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নামফলকে পুনরায় আলোর ব্যবস্থা করা হয়। ফলে নতুন করে আবারও জ্বলে উঠেছে শাবিপ্রবির এই নাম ফলক।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সিলেটের ডাক-এ “শাবিপ্রবির প্রধান ফটক; নকশায় অসন্তোষ, সামন যেন ডুবানালা, আলোহীন নাম ফলক” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সেই প্রতিবেদনে নাম ফলকে আলো না থাকার বিষয়টি তুলে ধরা হয়েছিল। প্রতিবেদন প্রকাশের পর দ্রুত প্রশাসনের তৎপরতায় সমস্যার সমাধান করা হয়।




