সিলেটে ফুলকুঁড়ি আসরের ৫ম ক্ষুদে গণিত উৎসব, অংশ নেন ৮ শতাধিক শিক্ষার্থী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৬:৩৩:৪১ অপরাহ্ন
সিলেটে ফুলকুঁড়ি আসরের ‘৫ম ক্ষুদে গণিত উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০অক্টোবর) সকালে নগরীর আম্বরখানার মুহিবুর রহমান একাডেমিতে সিলেট মহানগরী ফুলকুঁড়ি আসরের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। ‘গণিত নয় ভয়ের, গণিত হোক আনন্দের’ স্লোগানে এতে অংশ নেন প্রায় ৮ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী, যারা প্রতিযোগিতার পাশাপাশি উপভোগ করেছেন শেখার আনন্দ। এদিন সংখ্যা, সূত্র আর সমাধানের আনন্দে মুখরিত ছিল মুহিবুর রহমান একাডেমি।
৫ম ক্ষুদে গণিত উৎসবের উদ্বোধন করেন সিলেট মহানগরীর ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুক্তাবিস উন নূর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার শিশুবিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, বিশিষ্ট শিশু সংগঠক মু. তৌহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং ফুলকুঁড়ি আসরের সংগঠকবৃন্দ।
প্রতিযোগিতায় চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ৫টি গ্রুপে অংশ নেন। গণিত অলিম্পিয়াড, ব্লাড গ্রুপিং, আর্ট এক্সিবিশন, প্রকাশনা স্টল, ফটোবুথ এবং এসো ফুলকুঁড়ি জানিসহ নানা ইভেন্টে অংশ নেয় ক্ষুদে প্রতিযোগীরা। ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গণিত অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হবে আগামী নভেম্বর মাসে। অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার দিবে ফুলকুঁড়ি আসর।
জালালাবাদ ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী বলেন, অনেক ভালো লাগছে, প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল। পরীক্ষা ভালো হয়েছে, ভালো রেজাল্ট আসবে আশা করি। ভবিষ্যতে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার আগ্রহ আছে আমার।
পুলিশ লাইন্স হাইস্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইথিল বলেন, স্কুলের থেকে অনেক কঠিন প্রশ্ন ছিল।
সিলেট সরকারি পাইলট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান বলেন, গণিত অলিম্পিয়াড এর পাশাপাশি ফটো বুথটা আমার খুব ভালো লেগেছে, বন্ধুরা মিলে ছবি তুলেছি।
শিশু সংগঠক মু. তৌহিদুল ইসলাম বলেন, গণিত উৎসবে শিশুদের সরব উপস্থিতি দেখে অনেক ভালো লেগেছে। গণিত মস্তিষ্কের ব্যায়ামের মতো। গণিতের চর্চা শিশুদের মেধাকে শাণিত করবে। শিশুদেরকে গণিতের প্রতি আরও উৎসাহিত করার জন্য এধরণের আয়োজন সারাদেশব্যাপী করা প্রয়োজন।
আয়োজন সম্পর্কে ফুলকুঁড়ি আসর সিলেট মহানগরীর পরিচালক আলী ফারহান আহমদ বলেন, ফুলকুঁড়ি আসর তার সূচনা লগ্ন থেকেই একতা, শিক্ষা, চরিত্র,স্বাস্থ্য সেবা এই পাঁচটি আদর্শকে ধারন করে কোমলমতি শিশুকিশোরদের দেশ ও দশের সেবা করার উপযোগী করে তোলার কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। শিশুরা যেন গণিতকে ভয় নয় বরং উপভোগ করতে শিখে সেই লক্ষ্যে এই আয়োজন। এছাড়া সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ এবং আগামী আয়োজনগুলোতে সহযোগিতার আহবান জানান তিনি।




