অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে – শাবি শিবির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ৫:২৮:০৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সম্পূর্ণ আবাসিক না হওয়া পর্যন্ত সকল অনাবাসিক শিক্ষার্থীর জন্য ভাতার ব্যবস্থা করার দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি ও সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন লিখিত ১০ দফা দাবি তুলে ধরেন।
১০ দফা দাবির মধ্যে ৮ম দফায় তারা সকল অনাবাসিক শিক্ষার্থীর জন্য ভাতার ব্যবস্থা করার দাবি জানান। এ সময় তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি যে, শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। আবাসনের সংকট শিক্ষার্থীদের একাডেমিক মনোযোগ ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলে। যথাযথ পরিকল্পনা, স্বচ্ছতা ও সময়োপযোগী বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব। এই সমস্যা দূরীকরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ভাতার ব্যবস্থা করা হোক।”
এ ছাড়া তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ছাত্রীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা, গবেষণার পরিবেশ ও সুযোগ বৃদ্ধি, শাকসু দ্রুত বাস্তবায়ন, সহাবস্থানমূলক ও সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি, খেলাধুলা ও সংস্কৃতির উন্নয়ন, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, অবকাঠামো উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানান।




