সিলেটে পাশের হারে এমসি কলেজ, জিপিএ-৫ এ এগিয়ে সরকারি মহিলা কলেজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৯:২৭:৫৩ অপরাহ্ন
লবীব আহমদ :
সিলেট নগরীর বিভিন্ন কলেজের মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ। আর জিপিএ-৫ এর ক্ষেত্রে এগিয়ে সিলেট সরকারি মহিলা কলেজ। গতকাল বৃহস্পতিবার সিলেট শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এমসি কলেজে ৯৮.৪৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সিলেট সরকারি মহিলা কলেজের জিপিএ-৫ পেয়েছেন ২৮৩ জন শিক্ষার্থী।
সিলেটের এমসি কলেজে এইচএসসি পরীক্ষায় ৩১৯ জন অংশগ্রহণ করে পাস করেছেন ৩১৪ জন। পাশের হার ৯৮.৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ২৬৩ জন।
সিলেট সরকারি মহিলা কলেজে ৭৮৯ জন অংশ নিয়ে পাশ করেছেন ৭৬১ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৬.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২৮৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৯৯ জন অংশ নিয়ে পাশ করেছেন ২৯৩ জন ও জিপিএ-৫ পেয়েছেন ২৫৩ জন। আর মানবিক বিভাগে ৩৯০ জন অংশ নিয়ে পাশ করেছেন ৩৬৮ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন।
সিলেট সরকারি কলেজে ৯৯৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ৯৩২ জন পাশ করেছে। আর পাশের হার ৯৩.৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৬২ জন। কলেজের বিজ্ঞান বিভাগে ৩৮৮ জন পরীক্ষার্থীদের মধ্যে ৩৮০ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪২ জন।
মানবিক বিভাগে ৩০৬ জনের মধ্যে ২৮৫ জন পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
আর ব্যবসায় বাণিজ্য বিভাগে ৩০৩ জনের মধ্যে পাশ করেছে ২৬৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ৫০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৯৫ জন। আর পাশের হার ৯৭.৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন।
বিজ্ঞান বিভাগে ২৮৭ জন অংশ নিয়ে ২৮৩ জন পাশ করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১১৭ জন।
মানবিক বিভাগে ৯৭ জন অংশ নিয়ে পাশ করেছেন ৯০ জন। আর ব্যবসায় বাণিজ্য বিভাগে ১২৩ জন অংশ নিয়ে পাশ করেছেন ১২২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।
সরকারি মদনমোহন কলেজে ১২৪৪ জনের মধ্যে পাশ করেছেন ৯১৪ জন। আর পাশের হার ৭৩.৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৫ জন।
বিজ্ঞান বিভাগে ৩০৬ জনের মধ্যে পাশ করেছে ২৭৭ জন আর জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। মানবিক বিভাগে ৪৮১ জনের মধ্যে পাশ করেছে ৩৫৮ জন। আর ব্যবসায় বাণিজ্য বিভাগে ৪৫৭ জনের মধ্যে ২৭৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।
দক্ষিণ সুরমা সরকারি কলেজে ৯৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৫৬৪ জন। আর পাশের হার ৫৮.৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।
বিজ্ঞান বিভাগে ১৫০ জনের মধ্যে ৮৩ জন পাশ করেছের এবং জিপিএ-৫ পেয়েছেন ২ জন।
মানবিক বিভাগে ৬২৪ জনের মধ্যে ৩৭৮ জন পাশ করেছেন। আর ব্যবসায় বাণিজ্য বিভাগে ১৮৮ জনের মধ্যে ১০৩ জন পাশ করেছেন এবং ১ জন জিপিএ-৫ পেয়েছেন।
সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: সাইফুল ইসলাম জানান, সিলেট বোর্ডের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এছাড়া, এ বোর্ডের চারটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। তবে, প্রতিষ্ঠানগুলোর নাম জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।




