শাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ১১:৩৬:১৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জীব বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কারেন্ট রিসার্চ, ইনোভেশনস অ্যান্ড ফিউচার পার্সপেকটিভস নামে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপ উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম উপস্থিত থাকবেন।
এছাড়া অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবদুর রব, সিলেট জেলা প্রশাসক মো সারওয়ার আলম, পুলিশ সুপার মাহবুবুর রহমান উপস্থিত রয়েছেন।
এতে অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন।
আজ প্রথম দিন সকাল পৌনে এগারটা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত দুই দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের উপস্থাপিত গবেষণা পত্রগুলোর উপর একটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে।
এ প্লেনারি সেশনের যৌথ সভাপতিত্ব করবেন ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার মোয়াজ্জেম হোসাইন ও শাবিপ্রবির জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. আবুল কালাম আজাদ।
এরপর দুপুরের বিরতির পর বেলা পৌনে তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, মিনি অডিটোরিয়াম ও শিক্ষাভবন ‘এ’ এর ১২৯ গ্যালারি কক্ষে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর প্যারালাল সেশন-১,২ ও ৩ অনুষ্ঠিত হবে।
এরমধ্যে কেন্দ্রীয় মিলনায়তনে মাইক্রোবিয়াল এনভারনমেন্টাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিষয়ের উপর প্যারালাল সেশন-১ অনুষ্ঠিত হবে। এ সেশনে কি নোট স্পিকার হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম উপস্থিত থাকবেন।
প্যারালাল সেশন-২ এগ্রিকালচার এন্ড ফুড বায়োটেকনোলজি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। এতে কি-নোট স্পিস দিবেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েয় উপাচার্য মো. আতিয়ার রহমান।
প্যারালাল সেশন-৩ মেডিক্যাল , ফার্মাসিটিক্যাল এন্ড ন্যানো-টেকনোলজি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। এতে কি-নোট স্পিকার হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল মজিদ উপস্থিত থাকবেন।
এরপর এদিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় থেকে সাড়ে সাতটা পর্যন্ত গবেষণা কর্মের উপর ৩৫০ টি পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের দ্বিতীয় দিন ১৮ অক্টোবর সকাল নয়টা থেকে এগারো টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, মিনি অডিটোরিয়াম ও শিক্ষাভবন ‘এ’ এর ১২৯ গ্যালারি কক্ষে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর প্যারালাল সেশন-৪, ৫ ও ৬ অনুষ্ঠিত হবে।
প্যারালাল সেশন-৪ বায়োনফরমেটিকস এন্ড কম্পিউশনাল বায়োটেকনোলজি, প্যারালাল সেশন-৫ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োটেকনোলজি এবং প্যারালাল সেশন-৬ অ্যানিমাল সায়েন্স, ফিজারিজ এন্ড লাইভস্টক বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। এতে যথাক্রমে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসাইন উদ্দিন শিকদার, একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আকন্দ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ রোকনুজ্জমান।
এদিন দুপুর সাড়ে এগার থেকে সাড়ে বারোটার মধ্যে কেন্দ্রীয় মিলনায়তনে পুরস্কার বিতরণী ও অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠিত হবে।
সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “এ আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে লাইফ সায়েন্স অনুষদের বিভিন্ন শাখায় চলমান গবেষণা, নতুন উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সায়েন্টিফিক আলোচনা করা হবে। যেটি বিশ্ববিদ্যালয় গবেষক ও অংশগ্রহণকারীদের জন্য জ্ঞান বিনিময়ের একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
“দেশের ভেতর ও বাইরের গবেষক, শিক্ষক ও বিজ্ঞানীরা এখানে একত্রিত হচ্ছেন। আমাদের তরুণ গবেষকদের জন্য এই সম্মেলন অনেক কিছু শেখার, নিজেদের কাজ তুলে ধরার সুযোগ হবে।”




