সমান সুযোগ নিশ্চিত না করে কখনো সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়- শাবি ছাত্রদল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৫:১৯:৩৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সময়োপযোগী প্রস্তুতি ও সমান সুযোগ নিশ্চিত না করে কখনো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাবিপ্রবির শাখা। আজ রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সততা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করে শাবিপ্রবি আবারও তার গণতান্ত্রিক স্বাতন্ত্র্য ও মর্যাদা ফিরে পাবে। তাহলেই শাবিপ্রবি সত্যিকার অর্থে হবে গণতন্ত্র, সহাবস্থান ও শিক্ষার দুর্গ।
তিনি আরো বলেন, ৫ আগস্ট জনগণের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ পতনের পর শাবিপ্রবিতে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণ করে। কিন্তু দুঃখজনকভাবে, নতুন প্রশাসনও দীর্ঘদিন ক্যাম্পাসভিত্তিক ছাত্ররাজনীতি স্থগিত রাখে। সাম্প্রতিক শাকসু নির্বাচন ঘিরে রাজনীতি আংশিক অনুমোদিত হলেও আমরা এখনো বাস্তবে সক্রিয় হওয়ার সুযোগ পাইনি। যেসব বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ৫ আগস্টের পর ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল না। কিন্তু শাবিপ্রবি প্রশাসন ইচ্ছাকৃতভাবে ছাত্র রাজনীতি স্থগিত রাখা পর যৌক্তিক সময় না দিয়ে কাদের স্বার্থে নির্বাচন আয়োজন করতে চাইছে সেটি এখন সবার প্রশ্ন। তদুপরি, বর্তমানে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান। শিক্ষার্থীরা একাডেমিক ব্যস্ততায় নিমগ্ন। এমন সময়ে নির্বাচনের কার্যক্রম শুরু করা শিক্ষার্থীদের উপর অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করছে।
এজন্য চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর, যখন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে, তখন শাকসু নির্বাচন কার্যক্রম প্রক্রিয়া শুরু করতে হবে বলে দাবি জানিয়েছেন শাবিপ্রবি ছাত্রদল।




