শাকসু নির্বাচন : রোডম্যাপ ঘোষণার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৭:০০:২৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) ঘিরে উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে। রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন, অন্যদিকে সময়োপযোগী প্রস্তুতি ও সমান সুযোগ নিশ্চিতের দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদল।
রবিবার (১৯ অক্টোবর) পাল্টাপাল্টি অবস্থান নিয়ে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্রদল বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাবিপ্রবি শাখা দাবি করেছে, সমান সুযোগ ও যথাযথ প্রস্তুতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার লিখিত বক্তব্যে বলেন,“ফ্যাসিবাদ পতনের পরও নতুন প্রশাসন দীর্ঘদিন ছাত্ররাজনীতি স্থগিত রাখে। এখন পরীক্ষার মধ্যেই নির্বাচন আয়োজনের উদ্যোগ শিক্ষার্থীদের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করছে। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য পরীক্ষা শেষে রোডম্যাপ ঘোষণা করতে হবে।”
তিনি আরও বলেন, “সততা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করে শাবিপ্রবি তার গণতান্ত্রিক মর্যাদা ফিরে পাবে। তখনই এই বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে হবে গণতন্ত্র, সহাবস্থান ও শিক্ষার দুর্গ।”
অন্যদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্ভাব্য ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার, ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পলাশ বখতিয়ার, সমন্বয়ক রিয়াজ রিমন, মোমিনুর রহমান শুভ, মাহবুবুল ইসলাম পবন, মুস্তাকিম বিল্লাহ, আবরার বিন সেলিম প্রমুখ।
দেলোয়ার হোসেন শিশির বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নভেম্বরেই নির্বাচন হতে হবে উৎসবমুখর পরিবেশে। কোনো ধরনের ষড়যন্ত্র বা নির্বাচন বানচালের চেষ্টা সহ্য করা হবে না। শিক্ষার্থীরা এমন কোনো প্রশাসন মেনে নেবে না যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়।”
পলাশ বখতিয়ার বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হলেও শাবিপ্রবিতে এখনো তা হয়নি। যারা শাকসু বানচালের চেষ্টা করছে, তারা শিক্ষার্থীদের ক্ষমতায় আসা ঠেকাতে চায়। ৪৮ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।”
ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার অভিযোগ করেন, “নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের আশ্বাস দিলেও এখনো রোডম্যাপ, তফসিল বা নির্বাচন কমিশন গঠন করা হয়নি। এটি শাকসু পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র।”




