জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সাফল্যের ধারা অব্যাহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৮:৫২:০৬ অপরাহ্ন
সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ৪৯৫ জন। যার পাশের হার ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন পরীক্ষার্থী।
গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মাইনুল করিম চৌধুরী প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, চলতি বছর এইচএসসি পরীক্ষায় তিন বিভাগে ৫০০ জন অংশ নিয়ে পাশ করেন ৪৯৫ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ২৮৭ জন অংশ নিয়ে পাশ করেছেন ২৮৩ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১১৭ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগে ৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। আর ব্যবসায় বাণিজ্য বিভাগে ১২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ১২২ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।-বিজ্ঞপ্তি




