কুমিল্লায় শাবিপ্রবি শিক্ষার্থীর মাকে হত্যা, ক্যাম্পাসে শোক র্যালি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৯:১৮:০৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : কুমিল্লায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী তানজিনা আক্তারের মা মিলন বিবি (৫৫) হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে শোক র্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নৃবিজ্ঞান সমিতির উদ্যোগে আয়োজিত র্যালিতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শোক র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষা ভবন-ডি’র সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নৃবিজ্ঞান সমিতির সভাপতি সাদিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মোখলেছুর রহমান।
অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, “আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তানজিনা আক্তারের মমতাময়ী মাকে নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার স্বামী না থাকায় তিন সন্তানকে তিনি একাই মানুষ করেছেন। এমন একজন মহিলাকে হত্যা করার মতো অমানবিক ঘটনা হতে পারে এটা কল্পনাতীত। নতুন বাংলাদেশে এমন নৃশংস ঘটনা মেনে নেওয়া কঠিন।”
তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডে নৃবিজ্ঞান বিভাগ গভীরভাবে শোকাহত। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে ঘটনার তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে। দেশে যেন আর এ ধরনের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারিয়া বিনতে আরিফ বলেন, “সভ্য সমাজে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, আমরা সেই প্রত্যাশা রাখি।”
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কুমিল্লা নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসায় মিলন বিবিকে নির্মমভাবে হত্যা করা হয়।




