নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৮:৪৮:৪৪ অপরাহ্ন
নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখা। আজ সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতার লোভে জালিমে পরিণত হচ্ছে; তারা আওয়ামী ফ্যাসিস্ট কায়দায় মসজিদ দখল নিতে চাচ্ছে। তিনি বলেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উচিত চাদাবাজি পরিহার করে দলের পরিষ্কার ও নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা। এই ফ্যাসিস্ট সংস্কৃতিকে এই দেশের মানুষ আর গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, ছাত্রশিবিরের বিরোধিতা বন্ধ করে মানুষকে সাথে নিয়ে গঠনমূলক কাজ করুন, মানুষ আপনাদের পাশে থাকবে। আর যদি ইসলাম, কুরআন ও মসজিদের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, বিগত ষোল বছর ধরে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ছাত্রশিবিরকে দমন করার বহুবিধ প্রয়াস চালানো হয়েছে কিন্তু তারা ক্রমেই ব্যর্থ হয়ে নিঃশেষ হয়েছে। নতুনভাবে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, তারাও নিঃশেষ হয়ে যাবে। তিনি বিএনপির প্রতি গঠনমূলক রাজনীতি গ্রহণের আহ্বান জানান এবং নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইউব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি




