বিএনপিপন্থী শিক্ষকদের নিয়ে মন্তব্যের জেরে শাবির জাতীয়তাবাদী ফোরামের বিবৃতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ১০:৪২:২৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে ক্যাম্পাসের বিএনপিপন্থী শিক্ষকদের নিয়ে মন্তব্যের জেরে বিবৃতি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
সোমবার (২০ অক্টোবর) বিকালে এ বিবৃতি দেন ফোরামের নেতারা। এতে স্বাক্ষর করেছেন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।
বিবৃতিতে বলা হয়, আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সদস্য হিসেবে লক্ষ্য করেছি যে, গতকাল (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের একটি পক্ষ সংবাদ সম্মেলন এবং অপর একটি পক্ষ মানববন্ধনের মাধ্যমে তাদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছে। এটি নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক অধিকার এবং আমরা এমন উদ্যোগকে গণতান্ত্রিক চর্চার বিকাশের জন্য ইতিবাচক হিসেবে বিবেচনা করি। তবে দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে যে, উক্ত মানববন্ধন থেকে কিছু মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশকে ভিত্তিহীন ও তথ্যবর্জিত অভিযোগের মাধ্যমে দোষারোপ করা হয়েছে এবং তাদেরকে কঠোর হাতে মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে। এই ধরনের বক্তব্য শিক্ষক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বিশ্ববিদ্যালয় হলো মতামত ও যুক্তির বিনিময়ের একটি মুক্ত মঞ্চ, যেখানে পরস্পরের প্রতি সম্মান, শালীনতা ও সৌজন্য বজায় রাখা অপরিহার্য। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি সুশৃঙ্খল ও শালীন উপায়ে উপস্থাপন করবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা অসন্তোষ প্রকাশ করছি সেইসব ইনডিসেন্ট ও অনভিপ্রেত বক্তব্যের, যা শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ একাডেমিক পরিবেশকে ব্যাহত করার আশঙ্কা সৃষ্টি করে। আমরা একইসঙ্গে বিশ্বাস করি, এই ধরনের আশোভন বক্তব্য কখনোই আমাদের প্রিয় শিক্ষার্থীদের মূলচেতনা বা তাদের সঠিক প্রতিনিধিত্বকে প্রকাশ করে না।
বিবৃতির বিষয়ে সদস্য সচিব অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, আমরা সবাই মিলে ক্যাম্পাসকে সুন্দর রাখতে চাই। আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হোক। এতে সবার সমান অধিকার থাকবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিবে। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থীদের নিয়ে কোনো অপ্রত্যাশিত বক্তব্য দেওয়া ঠিক নয়।




