ডিএফটির বিমানবন্দর মূল্যায়নে ওসমানী এয়ারপোর্ট শীর্ষে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ১২:৫৬:৫০ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিএফটি)-এর বিমানবন্দর মূল্যায়নে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সারাদেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সামগ্রিকভাবে ৯৪ শতাংশ এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা (কার্গো) মূল্যায়নে ১০০ ভাগ নম্বর পেয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সামগ্রিক মূল্যায়নে ৯৩ শতাংশ এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা (কার্গো) মূল্যায়নে ১০০ ভাগ নম্বর অর্জন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায়, ২০২০ সালে ১০ মার্চ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা যৌথভাবে মূল্যায়ন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও ডিএফটি। এ ধারাবাহিকতায় ওই বছরের ৪ অক্টোবর প্রথমবারের মতো সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট চালু হয়। তখন থেকে নিয়মিত ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা মূল্যায়ন নিয়মিতভাবে করে আসছে ডিএফটি। ডিএফটির সাম্প্রতিক মূল্যায়নে ওসমানী বিমানবন্দর ৯৪% এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৩% মান অর্জন করে। সিলেটের জন্য এটি নি:সন্দেহে আনন্দের সংবাদ বলে এভিয়েশন বিশেষজ্ঞরা বলে মনে করেন।
ডিএফটি এয়ারপোর্ট অ্যাসেসমেন্ট হলো, যুক্তরাজ্য সরকারের একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়ন ব্যবস্থা, যার মাধ্যমে বিদেশি বিমানবন্দরসমূহে যাত্রী ও কার্গো নিরাপত্তা মানদণ্ড যাচাই করা হয় এবং যুক্তরাজ্যের চাওয়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাগুলোর বাস্তবায়ন পর্যালোচনা করা হয়।
এই পরিদর্শনসমূহ পরিচালনা করেন ডিএফটি এর অনুমোদিত ইন্সপেক্টর ও নিরাপত্তা বিশেষজ্ঞরা, যারা সরেজমিনে কার্যক্রম পর্যবেক্ষণ, নীতিমালা পরীক্ষা এবং নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থাসমূহ যাচাই করেন।
সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে বর্তমানে লন্ডন ও ম্যানচেষ্টার-এই দুই রুটে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট অপারেট হচ্ছে।
এদিকে, এই অর্জনে এয়ারলাইন্স ক্লাব অব সিলেটের পক্ষ থেকে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদকে সম্প্রতি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার সিপার আহমেদের নেতৃত্বে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ক্লাবের বর্তমান সভাপতি আফসার আলম ও সাধারণ সম্পাদক মোর্শেদ ফখরুল চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হুমায়ুন কবির, ফরহাদ চৌধুরী, হামেদ বিন হানিফ, এমদাদুর রহমান, বোরহান বাহার মেহরাব।
এ প্রসঙ্গে খন্দকার সিপার আহমদ বলেন, ওসমানী বিমানবন্দরের এ অর্জন সংশ্লিষ্ট বিমানবন্দর ব্যবহারকারীদের মধ্যে নিরাপত্তা নিশ্চিতকরণের অনুভূতি আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক যাত্রায় আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিএফটির বিমানবন্দর মূল্যায়নে




