'বৈষম্যহীন সমাজ গঠনে রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ' শীর্ষক সেমিনার
‘বিশ্বের একমাত্র মসজিদে কোনো বৈষম্য নাই’- শায়খ শাহ্ ওয়ালী উল্লাহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৯:০৯:১৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট ও আলোচক শায়খ শাহ ওয়ালী উল্লাহ বলেছেন, বিশ্বের একমাত্র মসজিদে কোনো বৈষম্য নাই। মসজিদে গেলে উঁচুনিচু, গরীব-ধনী, রাজা-প্রজা কোনো ভেদাভেদ নাই। সেখানে গেলে কেউই কারো গোলাম না, সবাই-ই আল্লাহর গোলাম। মসজিদে আল্লাহর রাসুল (সা.) তার সভ্যতা প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহর রাসুল (সা.) নিজে থেকে কোনোকিছু বলতেন না। তিনি ওহি থেকে বলতেন।
শুক্রবার বিকেলে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ‘বৈষম্যহীন সমাজ গঠনে রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাও. সৈয়দ মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, পৃথিবীতে আপনি, আমি স্থায়ী নই। অনেকে আগে ছিল, এখন নাই। আজ আমরা যারা এখানে আছি, আগামী ১০০ বছর পরে আর থাকবো না। এটা হলো খালিফা। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে নিজের উত্তরাধিকারীর জন্য কাজ করেন। কারণ এর নাম খেলাফত। এটি বুঝে শুনে করা উচিত। বুঝে শুনে করলে আর বৈষম্য হতো না। খেলাফতে কোনো বৈষম্য থাকবে না।
আনজুমানে খেদমতে কোরআন সিলেটের সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড. এএইচএম সোলায়মানের যৌথ সঞ্চালনায় অনুৃষ্ঠিত সেমিনারে বক্তব্যে রাখেন- আনজুমানে খেদমতে কোরআন সিলেটের সহসভাপতি অধ্যাপক ফজলুর রহমান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আব্দুস সামাদ আজাদি, আনজুমানে খেদমতে কোরআন সিলেটের সহসভাপতি মুকতাবিস-উন-নূর, উপদেষ্টা মো. ফখরুল ইসলাম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান, সহসভাপতি আব্দুল হাই হারুন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী, কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সাবেক অতিরিক্ত সচিব ফখরুল ইসলাম, সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আক্কাস মুল্লা, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলীম উদ্দিন, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুক আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান দিলওয়ার, শিক্ষাবিদ মাষ্টার আব্দুস শাকুর, ইসলামি চিন্তাবিদ আ.ন.ম. সুফিয়ান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মুকিত, ইসলামি চিন্তাবিদ আলী হায়দার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল আলম, বিশিষ্ট দা’ঈি ইলাল্লাহ মাওলানা ফখরুল হাসান, মুফাসসিরে কোরআন হাফিজ মাহবুবুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাফিক আব্দুল আহাদ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।




