পরিচালক মারুফ, সহ-পরিচালক জুবায়ের
শাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্ট রাইটস ফোরাম সাস্ট’র আত্মপ্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ১১:৩৩:২৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট রাইটস ফোরাম সাস্ট’ নামে নতুন অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) বিকালে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পরিচালক হিসেবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মারুফ বিল্লাহ ও সহ-পরিচালক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী জুবায়ের মনোনীত হয়েছেন।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আফফান, মায়া খাতুন, প্রিয়া নন্দি, রাকিবুল, তানজিনা আক্তার, তামান রহমান, অন্তর, সালমান, শাহিন, মুস্তাফিজ, পিয়াস, তালহা, রূপক, জুয়েল, পারভেজ, শাওন মাহমুদ, শাওন, রাতুল, দিপ্ত, মারুফ, রাফি, ফারাবি, ইমরান হুসেন, অনিক, ফোরকান, জুবায়ের জুনি, সবুজ, আকাশ, সৈয়্যদ আহমেদ, রিয়াজ, তালাস, তৌফিক, আদিব ইসলাম ও সোহাগ মিয়া।
সংগঠনটি ইতোমধ্যে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ৩০০টিরও অধিক টিউশনের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে অসুস্থ শিক্ষার্থীদের জন্য ঔষধ সরবরাহ অব্যাহত রেখেছে। এছাড়া সংগঠনটি ‘মিডিয়া ফ্রি টিউশন’ কার্যক্রম আরো সম্প্রসারণ, ‘ইমার্জেন্সি মেডিসিন সাস্ট’-এর আওতায় হেলথ ক্যাম্প আয়োজন, অন-ক্যাম্পাস জব ও আবাসন ভাতা বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে নীতিগত আলোচনা, মেয়েদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত কুইজ, ক্যাম্পেইন ও সামাজিক উদ্যোগ গ্রহণের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।




